বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

ছবিটি দেখে চোখে পানি চলে আসলো

এই পিকচার টি দেখে চোখে পানি চলে আসলো।
আহ যাদের জন্ম হয়েছে স্বর্নের চামুচ মুখে নিয়ে
তাদের তো এসিগাড়ী এসিবাড়ী টাকা পয়সার কোন কিছুর অভাব নেই,
বলছিলাম শায়েখে চরমোনাই হাফিজাহুল্লাহ্ এর কথা।
শুধু নীতির পরিবর্তনের জন্য বরিশালের মানুষের সুখ দুঃখের সাথী হওয়ার জন্য
সিটি বাসীর খাদেম হওয়ার জন্য আজ এই ঘাম জড়াচ্ছেন তিনি
একটু লিয়াজোঁ করলে মন্ত্রী এমপি আরও ২৫ বসর আগেই হতে পারতেন।।
কিন্তু শায়েখ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফজলুল করীম পীর সাহেব চরমোনাই রহিমাহুল্লাহ’র রেখে যাওয়া এক বিপ্লবী পরিবর্তনের আওয়াজ ও আমানত শুধু নেতার পরিবর্তন নয় নীতির পরিবর্তন চাই এই আদর্শকে সামনে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে ঘাম জড়াচ্ছেন।
আল্লাহ তায়ালা এই জানমালের কুরবানী এই ঘাম ও মেহনত দীন ইসলাম দেশ জাতী মানুষ মানবতার তথা বরিশাল সিটি বাসীর খেদমতের জন্য কবুল করুন।

হযরত মাওলানা আবু আবদুল্লাহ মাহমুদী
২৮-৫-২৩ ইং
৪ নং ওয়ার্ড বরিশাল সিটি।

(ফেসবুক ওয়াল থেকে নেয়া)



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages