মোঃ ফিরোজ ফরাজী রাঙ্গাবালী (পটুয়াখালী): পটুয়াখালীর রাঙ্গাবালীতে রাতের আধারে মাছের ঘরে বিষ প্রয়োগ করার অভিযোগ উঠেছে । রোববার রাতে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নয়াভাঙ্গুনি গ্রামের একটি যৌথ মালিকানাধীন মাছের ঘেরে এ ঘটনা ঘটে।
এতে রুই, কাতল, চাইনিজ পুটি, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ মারা যায় বলে দাবি মৎস্য চাষীদের।
ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীরা হলেন, উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের নয়াভাঙ্গুনি গ্রামের হামজেলা হাওলাদার (৩৫), জোবায়ের মৃধা (২৭)ও মনির হাওলাদার(৩০)।
ঘের মালিকদের মধ্যে মনির হাওলাদার বলেন, সোমবার সকালে আমাকে স্থানীয় কালাম নামের এক ব্যক্তি ফোন দিয়ে ঘেরে বিষ দেওয়ার বিষয়টি জানায়৷ আমি খবর পেয়ে এসে দেখি আমার ঘেরের মাছ লাফাইয়া লাফাইয়া তরে(তীরে) ওঠে। এত বড় ক্ষতিটা কে করলো জানিনা। এতে আমার প্রায় ১০ লখ টাকার ক্ষতি হবে। আমি ব্যাংক থেকে লোন (ঋণ) করে এই ঘের করছি। আমার সংসার এই ঘের দিয়েই চলে এখন আমি কি করবো জানিনা।
এ ঘটনায় সোমবার রাঙ্গাবালী থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত মৎস্য চাষী হামজেলা হাওলাদার।
রাঙ্গাবালী থানার ওসি (তদন্ত) সালাম মোল্লা বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পরিদর্শনে পুলিশ পাঠিয়েছি।
মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন