বরিশাল বাণী: বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে ২০১৮ সালে ৪নং ওয়ার্ডে অনেক আশা নিয়ে জনগন ভোট দিয়ে কাউন্সিলর নির্বাচিত করেন তৌহিদুল ইসলাম বাদশাকে। কিন্তু নির্বাচনের পর থেকে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সাথে ব্যক্তিগত দ্বন্দ্বে জড়িয়ে পড়েন কাউন্সিলর তৌহিদুল ইসলাম বাদশা। এতে কপাল পোড়ে ৪ নং ওয়ার্ডবাসীর।
এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, সংস্কার., উন্নয়ন কর্মকান্ড একদম থমকে যায়। জনগনের প্রত্যাশার কানাকড়িও পূরণ করতে পারেননি তিনি। এমনকি কাউন্সিলরের কাছ থেকে সাধারণ সেবাও পায়নি জনগন। ফলে জনপ্রিয়তা তলানিতে নেমে আসে বাদশার।
এবারের নির্বাচনে আবারো প্রার্থী হওয়ায় হতবাক এলাকাবাসী। তারা বলছেন, কোন মুখে বাদশা আমাদের কাছে আবারো ভোট চায়। সচেতন জনতা তাকে আর সুযোগ দিবেনা।
নির্বাচনী প্রচারণায় গিয়ে অনেক জায়গায়ই বিমুখ হচ্ছেন বাদশা। হতাশায় নির্বাচনী কার্যক্রম তার স্থবির অবস্থা্। জনতার সাথে প্রতারণার সমুচীত জবাব ব্যালটের মাধ্যমে এবার জনগন দিবে বলে মন্তব্য তাদের।
মঙ্গলবার, ৩০ মে, ২০২৩
Home
Unlabelled
মেয়রের সাথে ব্যক্তিগত দ্বন্দ্বে কোন উন্নয়নই করতে পারেনি কাউন্সিলর বাদশা
মেয়রের সাথে ব্যক্তিগত দ্বন্দ্বে কোন উন্নয়নই করতে পারেনি কাউন্সিলর বাদশা
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন