বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শনিবার, ২৫ জুলাই, ২০২০

করোনা পরিস্থিতি LIVE: শনিবার ফের লকডাউন পশ্চিমবঙ্গ জুড়ে

এই সময় ডিজিটাল ডেস্ক: জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, 'এই তো সবে শুরু। আগামী দিনেও সাপ্তাহিক দু' দিনের লকডাউন যদি এমনই ভালো ভাবে মেনে চলা হয়, তবেই মিলবে এর সুফল।' তাঁদের এখনই আত্মবিশ্বাসী না-হওয়ার কারণ, এখন প্রতিদিন গড়ে ২৩০০ করোনা রোগীর হদিস মিলছে রাজ্যে। মাসখানেক পরে দৈনিক এই সংখ্যাটাই অন্তত তিন গুণ এবং পুজোর পরে তা ফের দ্বিগুণ হয়ে যাওয়ার কথা। --- শুক্রবারের দেওয়া স্বাস্থ্য বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ২২১৬, মৃত্যু হয়েছে ৩৫ জনের। তবে মোট আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবারের তুলনায় কিছুটা কম। কলকাতা, দুই ২৪ পরগনা এবং হাওড়ার ছবিটাও অপেক্ষাকৃত ভালো। গত ২৪ ঘণ্টায় রাজ্যে পরীক্ষা হয়েছে ১৫,৪৮৫, যা একদিনের নিরিখে সর্বোচ্চ। --- বৃহস্পতিবার বিমান চলাচল বন্ধ করা যায়নি বলে অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। সেই খামতি ঢেকে আজকের লকডাউনে প্রশাসনের শীর্ষস্তর থেকে আগাম নিশ্চিত করা হয়েছে যাতে শনিবার কোনও যাত্রিবাহী বিমান না-চলে দমদম বিমানবন্দরে। --- ভারতে করোনা আক্রান্তের সংখ্যা শুক্রবারই ১৩ লক্ষের গণ্ডি পার করে গিয়েছে। এর মধ্যেই তেলেঙ্গানায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গিয়েছে বলে জানালেন রাজ্যের শীর্ষ স্বাস্থ্য আধিকারিক। উদ্ভূত পরিস্থিতিতে আগামী চার থেকে পাঁচ সপ্তাহ সাধারণ মানুষকে আরও সতর্ক থাকার আবেদন করেছেন তিনি। --- কোভিডের থাবা ফের জোরালো হচ্ছে আমেরিকায়। টানা চার দিন ধরে এক হাজারের উপর মৃত্যু হচ্ছে। শুক্রবার আরও ১,০১৯ জনের মৃত্যু-সহ এ পর্যন্ত মার্কিন মুলুকে করোনায়া প্রাণ গিয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৩৫২ জনের। আমেরিকার সরকার কোভিড রেকর্ড অনুযায়ী বৃহস্পতিবার মারা গিয়েছেন ১,১৪০ জন। বুধবার মৃত্যু হয়েছে ১,১৩৫ জনের। মঙ্গলবার মারা গিয়েছেন ১,১৪১ জন। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে সংক্রামিত হয়েছেন ৬৮,৮০০ জন।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2WVqZkx

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages