বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শনিবার, ২৫ জুলাই, ২০২০

আমেরিকায় ফের জোরদার থাবা, চার দিনে করোনায় ৪০০০+ মৃত্যু!

এই সময় ডিজিটাল: কোভিডের থাবা ফের জোরালো হচ্ছে আমেরিকায়। টানা চার দিন ধরে এক হাজারের উপর মৃত্যু হচ্ছে। শুক্রবার আরও ১,০১৯ জনের মৃত্যু-সহ এ পর্যন্ত মার্কিন মুলুকে করোনায়া প্রাণ গিয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ৩৫২ জনের। আমেরিকার সরকার কোভিড রেকর্ড অনুযায়ী বৃহস্পতিবার মারা গিয়েছেন ১,১৪০ জন। বুধবার মৃত্যু হয়েছে ১,১৩৫ জনের। মঙ্গলবার মারা গিয়েছেন ১,১৪১ জন। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে সংক্রামিত হয়েছেন ৬৮,৮০০ জন। সবমিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের দেশে করোনা আক্রান্ত ৪০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন চেষ্টা করছিল করোনায় ঘরবন্দি বাচ্চাদের আবার স্কুলমুখী করতে। বলা হয়েছিল, কোভিড সুরক্ষা নিয়ে ভয় না পেয়ে, ক্লাসরুমে ফিরতে হবে। কিন্তু, গত মঙ্গলবার থেকে সংক্রমণ ও মৃত্যু নতুন করে যে গতি পেয়েছে, তাতে ট্রাম্প প্রশাসনকে শিশুদের স্কুলমুখী করার পরিকল্পনা আপাতত বাতিল করতে হবে বলেই মনে হয়। মার্কিন প্রশাসন সিদ্ধান্ত না বদলালেও, মা-বাবারা আদৌ ঝুঁকি নিয়ে তাঁদের সন্তানদের স্কুলে পাঠাবেন কি না, ভাববার বিষয়। আরও পড়ুন: এর আগে গত জুনের প্রথম দিকে একবার পরপর চার দিন ধরে রোজ এক হাজারের উপর মৃত্যু দেখেছে আমেরিকা। তার পরে কোভিডে লাগাম দেওয়া সম্ভব হলেও, ফের গতি নিয়েছে সংক্রমণ। গত এপ্রিলে সংক্রমণ কিছুটা কমতে শুরু করলেও জুন থেকে আমেরিকায় ধীরে ধীরে সংক্রমণ বাড়তে থাকে। জুলাইয়ের মাঝামাঝি এসে আবারও ভয়ানক হারে রোজ কোভিড পজিটিভ কেস ধরা পড়ছে। দেখা গিয়েছে, সংক্রমণ বাড়তে শুরু করার ছ'সপ্তাহের মাথায় মৃত্যুর সংখ্যাও বাড়তে শুরু করেছে। আরও পড়ুন: সংবাদ সংস্থা রয়টার্সের এক রিপোর্টে বৃহস্পতিবারই উল্লেখ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় গড়ে প্রায় ২,৬০০ জনের সংক্রমণ ধরা পড়েছে। বিশ্বের যে কোনও দেশের তুলনায় সর্বোচ্চ। এমনটাই দাবি করা হয়েছে সংবাদ সংস্থা রয়টার্সের এক রিপোর্টে। আমেরিকায় কোভিড আক্রান্তের সংখ্যা ১০ লক্ষে পৌঁছতে সময় লেগেছিল ৯৮ দিন। ১০ লক্ষ থেকে ২০ লক্ষে পৌঁছতে সময় লাগে ৪৩ দিন। আবার ৩০ লক্ষের গণ্ডি পেরোতে সময় লেগেছে মাত্র ২৭ দিন। ডোনাল্ড ট্রাম্পের দেশে কী গতিতে রোজ কোভিড পজিটিভ কেস বেড়েছে, তার জন্য এই পরিসংখ্যান যথেষ্ট। ওয়ার্ল্ডোমিটারের লাইভ করোনা ট্র্যাকার জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় আমেরিকায় ১,১৪১ জন করোনায় মারা গিয়েছেন। একই সময়ে আক্রান্ত ৭৮ হাজার। মোট আক্রান্ত বেড়ে হয়েছে ৪২ লক্ষ ৪৮ হাজার ৩২৭। মোট মৃত্যু ১ লক্ষ ৪৮ হাজার ৪৯০ জনের। সুস্থ হয়ে উঠেছেন ২০ লক্ষ ২৮ হাজার ৭৪ জন।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2EhVuea

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages