বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শনিবার, ২৫ জুলাই, ২০২০

ঝুঁকির লগ্নি! করোনাকালে ভারতে ₹5-এর কম দামের শেয়ার কেনার ধুম

এই সময় ডিজিটাল ডেস্ক: এতদিন কেউ সেভাবে ফিরেও তাকায়নি। কিন্তু করোনাকালে ভারতে কদর বাড়ছে একেবারে সস্তার শেয়ারগুলির। ভারতের ১.৯ ট্রিলিয়ান ডলারের শেয়ার বাজারের ঝুঁকিপূর্ণ প্রান্তে দাঁড়িয়ে আছে এই সমস্ত পেনি স্টকগুলি ()। প্রবল এই অনিশ্চয়তাকে সঙ্গি করেই ৫ টাকারও কম মূল্যের এই সমস্ত শেয়ারে টাকা ঢালছেন এ দেশের লগ্নিকারীরা। বাজারের এই প্রবণতা বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করেছে। ৫ টাকারও কম মূল্যের ৮০০টি শেয়ার চলতি বছরে S&P BSE Sensex সূচকে ৩৩ পার্সেন্টেজ পয়েন্ট বৃদ্ধি এনে দিয়েছে। গত জুন মাসে দেশজুড়ে লকডাউন শিথিল করা হয়। সে মাসে পেনি স্টকগুলির বৃদ্ধি হার ছিল সবথেকে বেশি। তখন সেনসেক্সের থেকে ১০ গুণ দ্রুত এই সমস্ত শেয়ারের দর বেড়েছে। বাজারের এই প্রবণতা প্রসঙ্গে কোটাক সিকিউরিটিসের প্রাথমিক গবেষণা দলের প্রধান রুশ্মিক ওঝা বলেন, 'আর কয়েক সপ্তাহের মধ্যে বাজারের পরিস্থিতি ফের স্বাভাবিক হওয়ার আশায় আছেন লগ্নিকারীরা। সেই অনুসারে তাঁরা নানা চিন্তাভাবনা করছেন। এমন একটি সময়ে পেনি স্টকে লগ্নির খুবই বিপজ্জনক।' ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা শুক্রবার সন্ধ্যাতেই ১৩ লক্ষের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে বলে সরকারি পরিসংখ্যানে জানানো হয়েছে। সেইসঙ্গে এই মারণ ভাইরাসের গ্রাসে দেশে মৃতের সংখ্যা ৩০,০০০ ছাড়িয়ে গিয়েছে। ফলে ফ্রান্সকে পিছনে ফেলে বিশ্বে ভারতের স্থান উঠে এল ছ'নম্বরে। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ব্রিটেন, মেক্সিকো এবং ইতালিতে এখনও পর্যন্ত ভারতের থেকে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। এমনকী, গত চার দশকের মধ্যে এই প্রথম ভারতীয় অর্থনীতি সংকুচিত হওয়ার সম্ভাবনা। এমন একটি সময়েও খুবই ছোট, অলাভজনক এমনকী দেউলিয়া সংস্থাগুলির সস্তার শেয়ার কেনার প্রতি লগ্নিকারীদের আগ্রহে ভাটা পড়ছে না। আরও পড়ুন: পাঁচ টাকারও কম মূল্যের ৮০০ শেয়ারের মধ্যে ২০ শতাংশ কোম্পানির রাজস্বের পরিমাণ শূন্য। এমনই কিছু কোম্পানির শেয়ার মূল্য দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। কোনও সংস্থা বাজার মূল্য বেড়ে কয়েক লক্ষ ডলারে এসে দাঁড়িছে। যেমন সিদ্ধা ভেঞ্চার্স লিমিটেড নামে একটি সংস্থার প্রতি শেয়ারের মূল্য গত এপ্রিল মাস থেকে ৮০০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ টাকা ৪২ পয়সা। অন্যদিকে, জৈন স্টুডিও লিমিটেডের শেয়ারের দর ৪০০ শতাংশেরও বেশি বেড়ে হয়েছে ৩ টাকা ৩২ পয়সা। GTL ইনফ্রাস্টাকচার লিমিটেড, সুজলোন এনার্জি লিমিটেড এবং জয়প্রকাশ অ্যাসোসিয়েটস লিমিটেডের মতো যে সমস্ত সংস্থার 'শেয়ার মূল্য শূন্য' সেগুলির শেয়ারের দরও গত এপ্রিল মাস থেকে দ্বিগুণ বেড়েছে বলে জানিয়েছেন বাজার বিশেষজ্ঞরা। তবে এমন আশ্চর্যজনক ঘটনা বেশিদিন চলতে পারে না বলেও সতর্ক করে দিয়েছেন তাঁরা। বাজার বিশেষজ্ঞদের হুঁশিয়ারি, এই সমস্ত পেনি শেয়ার একবার যখন ধুম পড়ে যাবে তখন এই ক'দিনের বৃদ্ধির রেখচিত্র তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3fYAoj1

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages