এই সময় ডিজিটাল ডেস্ক: আগামী ৩০ মে টানা দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মুখ্যমন্ত্রী স্বয়ং একথা জানিয়েছেন।শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর দফতর থেকে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হচ্ছে। মঙ্গলবারই দিল্লি থেকে এই সংক্রান্ত আমন্ত্রণপত্র মমতার কাছে এসেছে। এর পরই মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।West Bengal CM Mamata Banerjee on PM Modi's oath taking ceremony: I have spoken to other Chief Ministers also. Sinc… https://t.co/Yy9235Vfl9— ANI (@ANI) 1559049828000 'সাংবিধানিক সৌজন্যতা' বজায় রাখতে 'মুখ্যমন্ত্রী হিসেবে' মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার সিদ্ধান্ত বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের তিনি জানান, 'আমার কাছে আমন্ত্রণপত্র এসেছে। কয়েকজন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। যেহেতু এটি একটি আনুষ্ঠানিক শপথগ্রহণ, আমরা চেষ্টা করব সেখানে থাকার। আমি সেখানে যাব।'
from Eisamay http://bit.ly/2YUrw4K
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন