বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বুধবার, ২৯ মে, ২০১৯

শীঘ্রই বাজারে আসতে চলেছে TikTok-এর নিজস্ব স্মার্টফোন

এই সময় ডিজিটাল ডেস্ক: ভারতের বাজারে ইতোমধ্যেই প্রবল জনপ্রিয় হয়েছে TikTok। এই জনপ্রিয়তাকে সম্বল করে স্মার্টফোন ব্যবসায় পা রাখার পথে ByteDance। TikTok তাদেরই মালিকানাধীন। শুধু ভাবনাই নয়, তা বাস্তবায়নের প্রস্তুতি শুরু করে দিয়েছে এই চিনা সংস্থাটি। ByteDance-এর সিইও ঝাং ইয়িমিং তাঁর এই 'স্বপ্নের' কথা জানিয়েছেন। এই স্মার্টফোনে TikTok-সহ তাদের সমস্ত অ্যাপ প্রিলোডেড থাকবে বলে জানিয়েছেন তিনি।সম্প্রতি স্মার্টফোন নির্মাতা সংস্থা Smartisan-এর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিল ByteDance। যদিও সে সময় চিনা অ্যাপ সংস্থাটি জানিয়েছিল, এডুকেশন বিজনেসের সম্ভাবনাময় দিকগুলি তুলে ধরতে এই চুক্তি তাদের বিশেষভাবে সহায়তা করবে। বর্তমান প্রেক্ষাপটে Smartisan-এর সঙ্গে চুক্তিকে ByteDance-এর নিজস্ব স্মার্টফোন তৈরির উদ্যোগের প্রাথমিক প্রস্তুত হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।ByteDance-এর স্মার্টফোনগুলি কেমন হবে, এর ডিজাইন বা স্পেকস কী হবে- সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে চিন এবং আমেরিকার চলতি বাণিজ্য যুদ্ধ এক্ষেত্রে বড় সমস্যা হিসেবে দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

from Eisamay http://bit.ly/2HJ2K1Z

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages