বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বুধবার, ২৯ মে, ২০১৯

অলওরের সেই গণধর্ষিতাকে পুলিশে চাকরি

এই সময় ডিজিটাল ডেস্ক: রাজস্থান পুলিশের কনস্টেবল পদে চাকরি পেলেন অলওরের গণধর্ষিতা। রাজস্থান সরকার মঙ্গলবার এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তি জারি করে ওই নিগৃহীতার নিয়োগের নির্দেশ দেন। স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত মুখ্যসচিব রাজীব স্বরূপ জানিয়েছেন, খুব শিগগিরই অলওর নিগৃহীতার হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হবে। সম্প্রতি স্বামীর সামনে পাঁচ জন মিলে গণধর্ষণ করে ওই দলিত যুবতীকে। দলে আরও একজন ছিল যে, গোটা ঘটনা ভিডিয়ো করে। রাজস্থানের চাঞ্চল্যকর এই ধর্ষণ মামলায় ইতিমধ্যেই আদালতে প্রায় ৪০০ পাতার চার্জশিট দিয়েছে পুলিশ। তফশিলি জাতি ও তফশিলি উপজাতি আদালতে জমা দেওয়া পুলিশের এই চার্জশিটে অভিযুক্ত হিসেবে ৬ জনের নাম উল্লেখ করা হয়েছে। আদালত সূত্রে খবর, ৩০ মে থেকে আলওয়ার গণধর্ষণ মামলার শুনানি শুরু হবে। অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ, অপহরণ ছাড়াও আইপিসি'র একাধিক ধারায় মামলা হয়েছে। যে ব্যক্তি গণধর্ষণের ভিডিয়ো করেছিল, তার বিরুদ্ধেও মামলা রুজু হয়েছে। পুলিশের একটি সূত্র জানাচ্ছে, ৩৫ জন প্রত্যক্ষদর্শীর বয়ান নথিভুক্ত করা হয়েছে। অভিযুক্তদের কণ্ঠস্বরের নমুনা গিয়েছে ফরেন্সিক পরীক্ষায়। খুব শিগগির পুলিশের হাতে সেই রিপোর্টও চলে আসবে। যার ইউটিউবে ওই ভিডিয়ো আপলোড করে শেয়ার হয়েছে, তাকেও এই মামলায় জড়ানো হয়েছে। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট থেকে ভিডিয়োটি মুছে দেওয়ার জন্য ফেসবুক ও ইউটিউব কর্তৃপক্ষের কাছে নির্দেশও গিয়েছে। আলওয়ারের এই গণধর্ষণের ঘটনাটি ঘটেছিল ২৬ এপ্রিল।

from Eisamay http://bit.ly/2YVjpou

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages