বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

লিক হল আইফোন 15 pro এর আসল ডিজাইন ক্যাড

 

                লিক  হল আইফোন 15 pro এর আসল ডিজাইন ক্যাড।

 






আসসালামু
 আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেনআজকে নিউজটি iphone প্রেমীদের জন্য। iphone  14 লঞ্চ হতে না হতেই নতুন করে আইফোন 15 pro এর ডিজাইন লিক হয়েছে। আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পেয়েছি iphone 15 pro এর ডিজাইন। আইফোন 15 pro যে ডিজাইন লিক হয়েছে  তাতে ভালো একটি পরিবর্তন লক্ষ্য করা গেছে বিশেষ করে কোন  বাটন দেখা যায়নি। মনে হচ্ছে তারা এখানে ম্যাক বুকের মত টাচ বাটন দিবে  যদি তারা এখানে টাচ বাটন দেয় এটা হবে ফোনের ক্ষেত্রে একটি মাইল ফলক। I phone 15 pro যে  ক্যাড ফাইল দেখা গেছে সেখানে কিন্তু কোন বাটন দেখা যায়নি,আপনারা যারা ম্যাকবুক ইউসার আছেন তারা হয়তো জানেন  হ্যাপট্রিক ফিডব্যাক এর মাধ্যমে যে ট্রাকপ্যাড ব্যবহার করেন মনে হচ্ছে আপনি কোন বাটনে প্রেস করছেন আসলে সেটা কোন বাটন নয় এটা শুধু টাচ ভাইব্রেট ফিল দেয়, ঠিক এই প্রযুক্তিটাই হয়তোবা তারা 15 pro তে আনতে যাচ্ছে।আরো কিছু জানতে পেরেছি আরও একটি বড় পরিবর্তন আনতে যাচ্ছে অ্যাপেল সেটা হচ্ছে তাদের টাইপ সি পোর্ট।এই খবরটি অনেকবারই দেখতে পেয়েছি টাইপ সি পোর্ট  নিয়ে আসবে অ্যাপেল ,কিন্তু ইউরোপীয় ইউনিয়ন এবার টাইপ সি পোর্ট  ইউনিভার্সেল ব্যবহারের জন্য অ্যাপলকে ব্যাপক চাপ দিয়েছে যার ফলে অ্যাপেল সম্ভবত এবার  টাইপ সি পোর্ট এর আইফোন 15 লাইন আপ লঞ্চ করবে।যদিও টাইপ সি পোর্ট অ্যাপেল তাদের 15 লাইন আপে কোন কোন মডেলে ব্যবহার করবে সে ব্যাপারে ক্লিয়ার কিছুই করেনি।তো আমরা আশা করছি apple 15 লাইন আপে  টাইপ সি পোর্ট   ব্যবহার করবে ।আর আমার যেটা মনে হয় তারা প্রো লাইন আপে হয়তো thounderboard supportu দিয়ে দিতে পারে। iphone কিন্তু এখন অনেকে সিরিয়াস ভিডিওগ্রাফির জন্য ব্যবহার করে এবং যেহেতু সাইজ দিয়ে দিয়েছে সেই ফাইলের সাইজগুলো কিন্তু অনেক বড় হয় এবং এগুলো আসলে কপি করা আপনার ম্যাকবুক বা পিসিতে অনেক সময়ের ব্যাপার তো thounderboard  থাকলে অবশ্যই এগুলা অনেক ফাস্ট হবে।আরো একটি মজার ব্যাপার তারা ফিফটিন প্রো আলট্রা মডেলটি তে হয়তো পেরিস্কোপিক লেন্স ব্যবহার করবে। এবং এর ডিসপ্লের  basel হয়তো আরো কমে আসবে। সবচেয়ে আরও একটি মজার যে বিষয় সেটি হচ্ছে এবার তারা আইফোন15  লাইনাপে কোন স্টিলনেস স্টিল বা অ্যালুমিনিয়াম বডি ব্যবহার করবে না এবার তারা যেটি ব্যবহার করবে সেটি হচ্ছে উন্নতমানের ধাতু টাইটানিয়াম।টাইটানিয়াম ফ্রেম ব্যবহারের ফলে ফোনের  ওয়েট অনেক লাইট হবে ,টাইটানিয়াম ধাতু যেহেতু একটু এক্সপেন্সিভ যার ফলে 15 লাইন আপের দাম হয়তো কিছুটা বেড়ে যাবে।  15 লাইন আপের যে লিকেসগুলো আমরা পেয়েছি এগুলো যে হান্ডেট পার্সেন্ট পরিবর্তন করবে সে সম্পর্কে অ্যাপলের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে  15 লাইনা আপে পরিবর্তন আসছে এটাই ঠিক। 

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages