বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০

বিহারে বিজেপির বিজয়মিছিল ঘিরে উত্তেজনা, ভাঙচুর মসজিদ! জখম ৪

এই সময় ডিজিটাল ডেস্ক: বিহারে বিজয়মিছিল করতে গিয়ে একটি চালানোর অভিযোগ উঠল বিজেপি সমর্থকদের বিরুদ্ধে। এই ঘটনায় চার জন আহত হয়েছেন। পূর্ব চম্পারণ জেলার জামুয়া গ্রামে ঘটেছে এই ঘটনা। পুলিশ জানিয়েছে, এক বিজেপি বিধায়কের নির্বাচনে জয়ের সেলিব্রেশনে যখন বিজয় মিছিল বের হয়, তখন সন্ধের নমাজপাঠ চলছিল। সেই সময় স্লোগান না-দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল বিজেপি সমর্থকদের। এর থেকেই ঝামেলার সূত্রপাত। SHO অভয় কুমার জানিয়েছেন, ঢাকা আসনে আরজেডি-র ফয়জল রহমানকে পরাজিত করে ভোটে জেতেন বিজেপির পবন কুমার বনসল। জয় ঘোষণার পরই শুরু হয় বিজয়মিছিল। তবে বনসল নিজে সেই মিছিলে ছিলেন না। কুমার বলেছেন, 'প্রার্থনার সময় লাউডস্পিকারে স্লোগান না তুলতে বলা হয়ে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। শুরু হয় হাতাহাতি। বিজয়মিছিলে থাকা বিজেপি সমর্থকরা পাথর ছুড়তে থাকেন বলে অভিযোগ। এর গ্রামবাসীর অভিযোগ, 'প্রায় ৫০০ লোকের বিজয়মিছিল থেকে স্লোগান ওঠে জয় শ্রী রাম। ওরা মসজিদের গেট জানলা ভেঙে দেন। ভেতরের জিনিসপত্র ভেঙে দেন।' এই ঘটনায় ৩১ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন SHO। গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। আর কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না-ঘটে, সে জন্য মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশবাহিনী। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3lrKCev

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages