বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

মাথায় রিভলভার ঠেকিয়ে আত্মঘাতী ষোড়শী, মোদীকে লেখা তার ১৮ পাতার সুইসাইড নোট!

এই সময় ডিজিটাল ডেস্ক: একটা ভয়ের জগতে বাস করছিল সে। ভয়টা ঠিক নিজেকে নিয়ে নয়। দেশ-দুনিয়ার ভবিষ্যত্‍‌ ভেবেই অস্থির হয়ে পড়েছিল ষোড়শী মেয়েটি। রোজ বাড়তে থাকা দূষণ-দুর্নীতির দুশ্চিন্তা কালো মেঘের মতো জমেছিল তার মনে। মেয়ে বেঁচে থাকতে দীর্ঘ পুঞ্জিভূত সে মেঘের খোঁজ পায়নি তার মা-বাবা! পাবে কী! সে যে নিজের জগতে বিচরণ করত। কথা বলত কম। ভাবত বেশি। ভাবনার অতিভারই তাকে করে রেখেছিল বিষাদগ্রস্ত। নিমজ্জিত রেখেছিল তীব্র হতাশায়। হতাশায় যা হয়! নিজের মনের কাছে পরাস্ত হয়ে, হাতে তুলে নেয় বাবার লাইসেন্সড রিভলভারটি। স্বাধীনতা দিবসের আগের রাতে একলাঘরে সেই লোডেড রিভলভার তাক করে নিজের মাথায়। মাত্র পলক সময়। ট্রিগারে চাপ দিতেই লুটিয়ে পড়ে পড়ার টেবিলে। মুহূর্তে সব শেষ! তাজা রক্তে ভেসে যায় ঘরদুয়ার। গুলির শব্দে পাশের ঘর থেকে ছুটে আসে মা-বাবা। তখন মেয়ে নিথর। রক্তমাখা। নিজের সব দুশ্চিন্তা লাঘব করে, প্রাণহীন পড়ে। একটা মাত্র বুলেটে মনের সব অস্থিরতা, উথালপাথাল উধাও। ঘর ঘেঁটে, পড়ার টেবিলে একটি সুইসাইড নোট পায় পরিবার। আর পাঁচটা সুইসাইড নোটের মতো নয়। দীর্ঘ আঠারো পাতার একটি চিঠি। এতদিন সে যা ভেবে এসেছে, যা তাকে কখনও সুস্থির হতে দেয়নি, সে-সবই ষোড়শি লিখেছে পাতায় পাতায়। চিঠিটি লেখা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্বোধন করে। চিঠির ছত্রে-ছত্রে দূষণ নিয়ে উদ্বেগ। চারপাশে দুর্নীতি নিয়ে হতাশা। বাড়তে থাকা জনবিস্ফোরণ নিয়ে দুশ্চিন্তা। মাত্র ষোলোর মেয়ের মনে এতকিছু যে ঘুরপাক খেত মা-বাবা তার আঁচ কিশোরীর মৃত্যুর আগে পাননি। আত্মঘাতী এই কিশোরীর বাড়ি উত্তরপ্রদেশের সম্ভলে। যে উত্তরপ্রদেশে নারী নির্যাতন, ধর্ষণ-খুন-অপহরণ বাড়ছে। সাম্প্রতিক কিছু ঘটনায় মেয়েদের নিরাপত্তা নিয়ে নানা প্রশ্নে বিব্রত বোধ করছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আরও পড়ুন: পুলিশ জানায়, স্বাধীনতা দিবস উদ্‌যাপনের আগের রাতে উত্তরপ্রদেশের সম্ভলের বাড়িতে বসে চরম সিদ্ধান্ত নেয় ওই ষোলোর মেয়েটি। ববরালার এক বেসরকারি স্কুলের ছাত্রী আত্মহত্যার আগে মোদীর উদ্দেশে আঠারো পাতার একটি চিঠি লিখে গিয়েছে বলে পুলিশ নিশ্চিত করে। ওই চিঠিটিই পুলিশের কাছে সুইসাইড নোট। মোদীর সঙ্গে সামনা-সামনি সাক্ষাত্‍‌ করতে সে যে ব্যাকুল ছিল, চিঠিতে সে উল্লেখ রয়েছে। প্রাথমিক তদন্তের পর বুধবার পুলিশ জানায়, ওই কিশোরী দুর্নীতি, দূষণ, বনজঙ্গল কেটে সাফ করার মতো একাধিক ঘটনায় অস্থির ছিল। সুইসাইড নোটে সে লেখে, তার খুব ইচ্ছে ছিল এই সব বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বসে একদিন মুখোমুখি আলোচনা করবে। আরও পড়ুন: সুইসাইড নোটে প্রধানমন্ত্রীর উদ্দেশে তার আর্জি রয়েছে, বাড়তে থাকা জনসংখ্যার রেখচিত্র নিম্নমুখী করতে পদক্ষেপ করুন। দিওয়ালির সময় আতসবাজি পুরোপুরি নিষিদ্ধ করার অনুরোধও রয়েছে। হোলিতে যে রাসায়নিক রঙের ব্যবহার হয়, তা যাতে বন্ধ করা যায়, সে আর্জিও রয়েছে ওই কিশোরীর তরফে। চিঠিতে সে আরও জানিয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে বয়স্ক মানুষেরা যে ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে, তাতে সে খুবই ব্যথিত। সে লিখেছে, 'সন্তানরা তাদের বাবা-মাকে যেখানে বৃদ্ধাশ্রমে পাঠায় এমন পৃথিবীতে আমি আর বাঁচতে চাই না।' সে লিখেছে, 'সন্তানরা তাদের বাবা-মাকে যেখানে বৃদ্ধাশ্রমে পাঠায় এমন পৃথিবীতে আমি আর বাঁচতে চাই না।' স্টেশন হাউস অফিসার দেবেন্দ্র কুমার জানান, ১৪ অগস্ট রাতে ওই কিশোরী আত্মহত্যা করেছে। এই চরম পদক্ষেপ করার আগে দীর্ঘ আঠারো পাতার একটি চিঠি লিখেছে। কিশোরীর মা জানান, মেয়ের মানসিক অসুখের চিকিত্‍‌সা চলছিল। তার মধ্যেই এই অঘটন! তিনি চান, মেয়ের শেষ ইচ্ছা যেন পূরণ হয় সেই আবেদনই জানাবেন প্রধানমন্ত্রীর কাছে। আপনি বা আপনার পরিচিত কেউ মানসিক অবসাদে ভুগছেন? নির্দ্বিধায় ফোন করে, কথা বলুন। নীচের যে কোনও হেল্পলাইনে ফোন করতে পারেন। আসরা (মুম্বই) 022-27546669 স্নেহা (চেন্নাই) 044-24640050 সুমাইত্রী (দিল্লি) 011-23389090 কুজ (গোয়া) 0832- 2252525 জীবন (জামশেদপুর) ) 065-76453841 প্রতীক্ষা (কোচি) 048-42448830 মৈত্রী (কোচি) 0484-2540530 রোশনি (হায়দরাবাদ) 040-66202000 লাইফলাইন (কলকাতা) 033-64643267 Note: This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata). এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। জাস্ট ।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3gb2uXy

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages