বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বুধবার, ২৯ মে, ২০১৯

কমছে গরমের ছুটি, স্কুল খুলতে পারে জুনের মাঝামাঝি

এই সময় ডিজিটাল ডেস্ক: প্রায় দুমাস সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি দেওয়া নিয়ে শোরগোল পড়েছিল রাজ্যজুড়ে। সমালোচনাও হয়েছিল নানা দিকে। আর তার জেরেই এবার গরমের ছুটি কমিয়ে দেওয়া হচ্ছে। এখনও দিন চূড়ান্ত না হলেও জুন মাসের ১০ বা ১৭ তারিখের মধ্যে খুলে যাবে সমস্ত স্কুল। মঙ্গলবার সরকারি স্কুলের ছুটি নিয়ে পর্যালোচনা বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেখানেই আপাতত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, ঘূর্ণিঝড় ফণীর জন্যে আগেভাগেই ছুটি দিয়ে দেওয়া হয় সরকারি স্কুলগুলিতে। আর তা বাড়িয়ে করা হয় ৩০ জুন পর্যন্ত। যদিও মধ্যশিক্ষা পর্ষদের ক্যালেন্ডারে ১০ জুন পর্যন্ত ছুটি ছিল। কিন্তু বর্ধ্বিত ছুটির ফলে তার পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় ২ মাস। যা নিয়ে সমালোচনাও শুরু হয়। সিলেবাস শেষ করা নিয়ে আশঙ্কা দেখা দেয়। তারপরই সিদ্ধান্ত বদলের জন্যে বৈঠকে বসল শিক্ষা মন্ত্রক।

from Eisamay http://bit.ly/2HGDclS

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages