এই সময় ডিজিটাল ডেস্ক: কলকাতা পুরসভার সদর দফতর, ৫ নম্বর এসএন ব্যানার্জি রোডকেই পরবর্তী নিশানা হিসেবে ঠিক করে নিয়েছে বিজেপি। এমনটাই জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যদিও তাঁদের চূড়ান্ত লক্ষ ২০২১-এর বিধানসভা নির্বাচন বিজেপির রাজ্য সভাপতির কথায়, কম ওভারে বেশি রান পেতে আমরা টি-২০ শুরু করেছি। লোকসভা নির্বাচনে বিজেপির সংখ্যা ২ থেকে ১৮ হতেই তৃণমূলে ভাঙন শুরু হয়েছে। মুকুল রায়ের তত্পরতায় দলবদলের জেরে হাতছাড়া হতে বসে তিনি পুরসভা। দিল্লিতে গিয়ে এর মধ্যেই মুকুল পুত্র শুভ্রাংশু রায়-সহ একাধিক কাউন্সিলর বিজেপিতে যোগ দিয়েছেন। এই দলবদল প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া, বিজেপিতে যোগ দিতে যাওয়া বিধায়ক কিংবা কাউন্সিলরের সঠিক সংখ্যা তাঁর জানা নেই। তবে বেশ কয়েক জন যে বিজেপিতে যোগ দেওয়ার জন্য দিল্লিতে গিয়েছেন, তা সত্যি।সেইসঙ্গেই তিনি যোগ করেন, তাঁদের পরবর্তী লক্ষ্য ৫ নম্বর এসএন ব্যানার্জি রোড, কলকাতা পুরসভার সদর দফতর। তার পরেই টার্গেট ২০২১-এর বিধানসভা নির্বাচন। বিজেপির একটি সূত্র জানাচ্ছে, ৮ থেকে ১০ বিধায়ক বিজেপিতে যোগ দিতে চলেছেন।
from Eisamay http://bit.ly/2YXqC7U
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন