এই সময় ডিজিটাল ডেস্ক: কাশ্মীরের বান্দিপোরা ধর্ষণ মামলায় শনিবার অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিল পুলিশ। ঘটনার ঠিক ১৭ দিন পর, বান্দিপোরা জেলা ও দায়রা বিচারকের বিশেষ আদলতে এই চার্জশিট পেশ করা হয়েছে। বছর তিনেকের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তাহির আহমেদ মিরের বিরুদ্ধে। পুলিশ জানিয়েছে, চার্জশিটে অভিযুক্তের বিরুদ্ধে রণবীর পেনাল কোডের ৩৭৬ ধারা দেওয়া হয়েছে। ধর্ষিতা নাবালিকা হওয়ায়, পকসো আইনে আরও ছ'টি মামলা হয়েছে। বান্দিপোরার এই ধর্ষণকাণ্ডকে কেন্দ্র করে কাশ্মীর তোলপাড় হওয়ায়, ১১ মে তদন্তে সিট গঠন করেছিল কাশ্মীর পুলিশ। অভিযুক্ত নাবালিকা কি না, নিশ্চিত হতে, তারও মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছিল।
from Eisamay http://bit.ly/2HD6bqR
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন