বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শুক্রবার, ২২ মার্চ, ২০১৯

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত-৫

বরিশালে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৪ জন। আহতদের বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে বরিশাল বানারীপাড়া সড়রকর তেতুলতলা নামক স্থানে এ ঘটনা ঘটেছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও সংশ্লিরা জানান, হাসপাতালে নেয়ার পথে ২ জন মারা যান, অপর ৩ জন মারাযান চিকিৎসাধীন অবস্থায়। মাহিন্দ্রটি (ডিজেল চালিত থ্রি হুইলার) টি বরিশাল থেকে বানারীপারার দিকে যাচ্ছিলো, অপরদিকে দুর্জয় পরিবহনের বাসটি বানারীপাড়া থেকে বরিশালের দিকে যাচ্ছিলো। দু’টি বাহনেই নিয়ন্ত্রন হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয় এবং মাহিন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায়।
বেলা সাড়ে ১১টার দিকে বিএমপি’র এয়ারপোর্ট থানার ওসি আব্দুর রহমান মুকুল জানান নিহতদের মধ্যে শিলা হালদার বরিশাল বিএম কলেজের মাষ্টার্স প্রথম বর্ষের গনিত বিভাগের শির্ক্ষাথী। নিহতদের মধ্যে মাহিন্দ্র’র ড্রাইভার সোহেল, যাত্রী খোকন ও মানিকের পরিচয় পাওয়া গেছে। অপর নিহত নারী যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।

The post বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত-৫ appeared first on Barisal Today | বরিশাল টুডে.



from Barisal Today | বরিশাল টুডে https://ift.tt/2Jtyb3b

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages