বরিশাল বাণী: ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের বিসিসি মেয়রপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন- আমরা ধর্ম অবমাননা কিংবা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করিনা, কারণ আমরা সবসময়ই ধার্মিক। যারা অন্যসময় ধর্মের খবর রাখেন না কিন্তু নির্বাচন এলে টুপি পড়ে মসজিদে-দরবারে দৌড়ায়, মূলত তারাই ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে। যারা নির্বাচন এলে আলেম-ওলামাদের দ্বারে দ্বারে গিয়ে নানা প্রতিশ্রম্নতি দেয় তারাই মূলত ধর্ম ব্যবসায়ী। এমনকি এসব মহল স্বীয় মার্কার প্রচারের সময় ‘লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ’ বলে স্পষ্টতই ভোটে ধর্ম অবমাননা করছে।
তিনি আরো বলেন, আমরা কারো বিপক্ষে বলে কিংবা কারো ব্যাপারে বিষোদগার করে গণসংযোগ করি না। যারা এসব করছে, বিজয়ী হলে ভিন্নমতের প্রতি তাদের আচরণ কী হবে তা এখনই স্পষ্ট। আমরা বিজয়ী হলে দল-মত নির্বিশেষে সর্বস্তরের নগরবাসীর অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো ইনশাআল্লাহ।
আজ (০৩ জুন ২০২৩ইং) শনিবার বরিশাল নগরীর মহসিন মার্কেট ও সিটি মার্কেট এলাকায় গণসংযোগ কালে গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে উপরোক্ত কথা বলেন হাতপাখার মেয়র পদপ্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।
এছাড়াও মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই বরিশাল নগরীর ১০নং ওয়ার্ড ডিসি ঘাট, ২৮নং ওয়ার্ড ফিশারি রোড এবং ২২নং ওয়ার্ডেও বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
শনিবার, ৩ জুন, ২০২৩
Home
Unlabelled
ভোটের সময় যারা টুপি পড়ে ধর্মপ্রাণ মানুষের ভোট চায় তারাই ধর্ম ব্যবসায়ী –মুফতী ফয়জুল করীম
ভোটের সময় যারা টুপি পড়ে ধর্মপ্রাণ মানুষের ভোট চায় তারাই ধর্ম ব্যবসায়ী –মুফতী ফয়জুল করীম
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন