বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শুক্রবার, ২ জুন, ২০২৩

বরিশাল নগরীর কলোনিগুলোর নাম হবে ‘সিটি রাজমহল’ : মেয়র প্রার্থী আসাদুজ্জামান

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে স্বতন্ত্র হাতি মার্কার মেয়র প্রার্থী সাংবাদিক আসাদুজ্জামান বলেছেন, বরিশাল নগরীর সকল কলোনীর মানুষ অবহেলিত। তারা সকল নাগরিক সুযোগ-সুধিবা থেকে বঞ্চিত। এ সকল কলোনীর মানুষদের যাতে ঠিকভাবে নাগরিক সুযোগ-সুধিবা পাইয়ে দেয়াাই আমার মূল লক্ষ থাকবে। বরিশাল নগরীতে ১৮টি কলোনী রয়েছে। আমি নির্বাচিত হতে পারলে এ কলোনিগুলোর নাম হবে সিটি রাজমহল। এখানে কোন কাচা ঘরবাড়ি থাকবে না, বহুতল ভবন করা হবে। কলোনীর মানুষ আর অবহেলিত থাকবে না।

শুক্রবার (০২ জুন) বাদ জুমা নগরীর কেডিসি কলোনী এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচনে বিজয়ী হলে পিছিয়ে পড়া বরিশালকে স্মার্ট বাংলাদেশের উল্লেখযোগ্য সিটিতে রূপান্তর করা হবে। বরিশাল হবে বসবাসের সর্বত্তম নগরী।

কেডিসি কলোনীতে গণসংযোগকালে সর্বস্তরের জনগণ সাংবাদিক আসাদুজ্জামানের উপস্থিতি টের পেয়ে যথেষ্ট সন্তোষ প্রকাশ করে অনেকেই ‘হাতি’ মার্কায় ভোট দেয়ার আশ্বাস দেন। ছাত্র-যুবক, শ্রমিক-মজুর থেকে শুরু করে সর্বস্তরের নারী-পুরুষ আসাদুজ্জামানের গণসংযোগে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages