বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩

বরিশালে ব্যবসায়ীর বাসায় ডাকাতি, টাকা ও স্বর্ণালঙ্কার লুট

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল নগরীতে হাফিজ হাওলাদার নামের এক ব্যবসায়ীর বাসায় ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদল টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়।

রোববার ভোর রাতে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিণাফুলিয়া চৌপাশা এলাকায় এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী হাফিজ হাওলাদার নগরীর কাশিপুরের মদিনা ও যমযম সিএনজি গ্যাস স্টেশন এবং টাটা ইটভাটার মালিক।

হাফিজ হাওলাদার বলেন, রাত ৩টার দিকে জানালার গ্রিল কেটে আট কিশোর বয়সী ডাকাত ঘরে ঢুকে পড়ে। পরে পরিবারের সবার মুখ কাপড় দিয়ে বেঁধে ফেলে। তারা শুদ্ধ বাংলায় কথা বলছিল এবং জিন্সের প্যান্ট ও টি-শার্ট পরিহিত ছিল। দুজনের কাছে পিস্তল আর বাকিদের হাতে ছিল কাছে শাবল ও রড।

তিনি আরও বলেন- ডাকাতরা ড্রয়িং রুমে সবাইকে বেঁধে রাখে। তবে ব্যবসায়ীর মেয়ের সঙ্গে শিশু থাকায় তাকে বাঁধা হয়নি। চিৎকার দিলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে তাদের মালামাল নিয়ে চলে যেতে অনুরোধ করা হয়।

ব্যবসায়ী হাফিজ বলেন, ঘরে থাকা পৌনে চার লাখ টাকা ও ১২-১৪ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে ডাকাতরা। বের হওয়ার সময় বলে গেছে, চিৎকার করলে জানালা দিয়ে গুলি করবে, রাস্তায় পেলে গুলি করবে।

৪টার দিকে ডাকাতরা চলে যাওয়ার পর মোবাইল ফোনে পুলিশকে এবং মসজিদের মাইকে প্রতিবেশীদের জানান ব্যবসায়ী হাফিজ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, রাত ৪টা ১০ মিনিটের দিকে ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। ব্যবসায়ীর পরিবারের সঙ্গে কথা হয়েছে। তিনি অভিযোগ দিয়েছেন। পুলিশ তদন্ত শুরু করেছে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages