নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল সিটি করপোরেশনের কাছে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করায় আবারও বরিশাল নগরীর সড়ক বাতির সংযোগ বিচ্ছিন্ন করেছে সরবরাহকারী প্রতিষ্ঠান ওয়েষ্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) লিমিটেড।
ওজোপাডিকোর বরিশালের পরিচালন ও সংরক্ষণ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম তারিকুল ইসলাম রোববার সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মন্ত্রণালয়ের নির্দেশে রোববার নগরীর ৪৩টি সড়কের বাতির সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এখনো ১৫/১৬টি সড়কের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি।’
এ প্রকৌশলী আরও বলেন, ‘বকেয়া পরিশোধ করলে বাকি সড়কের সংযোগ বিচ্ছিন্ন করা হবে না। সিটি কর্পোরেশনের কাছে ৬০ কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। তারা মৌখিকভাবে দেয়ার কথা বলেছিল, কিন্তু দেয়নি। তাই বন্ধ করতে হয়েছে।’
এর আগে গত বছরের ২০ সেপ্টেম্বর নগরীর ১৫টি সড়কের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ২২ সেপ্টেম্বর রাত ১০টার দিকে বরিশাল বিভাগীয় কমিশনারের মধ্যস্থতায় সিটি করপোরেশন ও ওজোপাডিকোর মধ্যে সমঝোতা বৈঠক হয়।
বৈঠকের পর সমস্যার সমাধান হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও বিভাগীয় কমিশনার আমিন উল আহসান।
ওই সময়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম তারিকুল ইসলাম জানান, এখন থেকে প্রতিমাসের বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ ও বকেয়া যে বিল রয়েছে সেটি ধীরে ধীরে পরিশোধ করার বিষয়ে সিদ্ধান্ত হয়।
তত্ত্বাবধায়ক প্রকৌশলী রোববার রাতে এ বিষয়ে বলেন, ‘সিদ্ধান্ত অনুযায়ী পাওনা পরিশোধে দফায় দফায় চিঠি পাঠানো হয়েছে। কিন্তু সিটি করপোরেশন থেকে আশানুরূপ কোনো সাড়া দেয়া হয়নি।’
ওজোপাডিকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেন বলেন, ‘তার আওতাধীন ১৬টি সড়কের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
সিদ্বান্ত অনুযায়ী প্রতিমাসের বিলও দেয়নি।’ বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, ‘কখন বন্ধ করেছে, আমি জানি না। খোঁজ নিয়ে বলতে পারব।’
The post বিদ্যুৎ বিল বকেয়া: বরিশালে আবারও ৪৩ সড়কের বাতির সংযোগ বিচ্ছিন্ন first appeared on Barishal Times | বরিশালটাইমস.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন