বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

শুক্রবার, ২১ আগস্ট, ২০২০

অন্ধ্রের চিত্তুরে গ্যাস লিক করে কমপক্ষে ২৫ জন হাসপাতালে

এই সময় ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় অ্যামোনিয়া গ্যাস লিক করে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। কমপক্ষে ২৫ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। জানা গিয়েছে, চিত্তুরের বন্দাপল্লি গ্রামে একটি ডেয়ারি প্ল্যান্ট থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করে। যার জেরে বিপত্তি। ওই প্ল্যান্টের আশপাশ অঞ্চলের অনেকেই অসুস্থ হয়ে পড়েন। চারপাশে অসুস্থ বাড়তে থাকায় লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। বিভিন্ন সূত্র মারফত‌ খবর, গুরুতর অসুস্থ ১৫ থেকে ২৫ জনকে বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তবে, গভীর রাত পর্যন্ত কোনও মৃত্যুর খবর নেই। চিত্তুরের কালেক্টর খবরের সত্যতা স্বীকার করে জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় একটি দুগ্ধপ্রকল্পের প্ল্যান্টে অ্যামোনিয়া গ্যাস লিক করেছিল। তবে, পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। যে প্ল্যান্টে এই গ্যাস লিকেজের ঘটনা ঘটেছে, সেটি চিত্তুরের পুতলপট্টু ডিভিশনের বন্দাপল্লি গ্রামে। ডেয়ারির মালিকানা চেন্নাইয়ের এক কোম্পানির। তামিলনাড়ুতে এই কোম্পানির দুধ ও দুগ্ধজাত পণ্য অত্যন্ত জনপ্রিয়। চিত্তুরের কালেক্টরের দাবি, বর্তমানে ১৫ জন হাসপাতালে চিকিত্‍‌সাধীন রয়েছেন। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে, বেসরকারি সূত্রে দাবি করা হয়, হাসপাতালে ভর্তি রয়েছেন ২৫ জন। অসুস্থ কর্মীদের সকলেই মহিলা। চিত্তুরের জেলা কালেক্টর নারায়ণ ভারত গুপ্তা জানান, পুতলপট্টুর কাছে হ্যাটসন কোম্পানির একটি দুগ্ধ প্রক্রিয়াকরণ ইউনিট রয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ ওই প্ল্যান্ট থেকে অ্যামোনিয়া গ্যাস লিক করে। জানা গিয়েছে, হাসপাতালে ভর্তি থাকা সকলেই ওই সংস্থার কর্মী। এর মধ্যে তিন জনের অবস্থা অত্যন্ত গুরুতর। শুক্রবার সকালেই তাঁদের তিরুপতির SVIMS বা রুইয়া হাসপাতালে স্থানান্তরিত করা হবে বলে জেলা কালেক্টরেট জানিয়েছেন। তিনি আরও জানান, ওই দুগ্ধ কর্তৃপক্ষের গাফিলতিতে এই ঘটনা ঘটেছে নাকি কর্মরত কর্মীদের গাফলিত ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। গ্যাস লিকেজের খবর শুনেই চিত্তুরের কালেক্টরকে রাতে ফোন করেন মন্ত্রী পেড্ডিরেড্ডি রামচন্দ্র রেড্ডি। ঘটনার তদন্তের নির্দেশ দেন। হাসপাতালে ভর্তি থাকা কর্মীদের চিকিত্‍‌সায় যাতে ত্রুটি না-থাকে, সেই নির্দেশও দিয়েছেন মন্ত্রী। এর আগে গত মে মাসে অন্ধ্রের একটি গ্যাস দুর্ঘটনা ১৯৮৪ সালের ভোপালের ভয়াবহ গ্যাস দুর্ঘটনার কথা মনে করিয়ে দেয়। অন্ধ্রপ্রদেশের বিশাখাপতনমের গ্যাস লিক করে পাঁচটি গ্রামের হাজার হাজার বাসিন্দা অসুস্থ হয়ে পড়েন। অন্তত ১০ জন মারা যান। বিশাখাপতনম থেকে ১৫ কিলোমিটার দূরে গোপালপাতনমের আরআরভি পুরমে দক্ষিণ কোরিয়ার বিশাল ইলেকট্রনিক সংস্থা এলজি-র একটি স্টাইরিন প্ল্যান্টে এই দুর্ঘটনা ঘটে। প্ল্যান্টের পার্শ্ববর্তী আরআরভিপুরম, ভেঙ্কটপুরম, বিসি কলোনি, পদ্মপুরম এবং কামপারাপালেম গ্রামের বাসিন্দারা রাস্তার উপরেই সংজ্ঞাহীন হয়ে পড়েন। দীর্ঘক্ষণ গ্যাসের মধ্যে থাকার জেরে ৬ জন মারা যান, দু'জনের মৃত্যু হয় পালাতে গিয়ে। ২৭ জুন অন্ধ্রেরই কুরনুল জেলায় SPY অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে একজন শ্রমিক মারা যান। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3aQ6kEj

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages