এই সময় ডিজিটাল ডেস্ক: আনলক-১ শুরু হওয়ার পর থেকে বিগত কিছুদিন ধরে যে গতিতে করোনা পজিটিভ কেস বাড়ছিল, তাতে সংক্রামিতের সংখ্যা যে ব্যাপক বাড়বে তা অনুমেয়ই ছিলই। কিন্তু, মাত্র একটা মাসে ১২ লক্ষের উপর কোভিড আক্রান্ত বাড়তে পারে, এতটা বোধ হয় কেউ ভাবেননি। সরকারি রেকর্ড বলছে, চলতি অগস্টের ১ থেকে ২০ তারিখের মধ্যে করোনা পজিটিভ কেস ১২ লক্ষ ছাড়িয়েছে। মাস শেষ হতে আরও ৯ দিন বাকি রয়েছে। রোজ যে গতিতে পজিটিভ কেস বাড়ছে, সেই ধারাবাহিকতায় মাসশেষে সংখ্যাটা ১৭ লক্ষ ছাড়ালে অবাক হওয়ার নেই। ভারতে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে চলতি অগস্টেই সবথেকে বেশি আক্রান্ত। অন্যান্য দেশের অগস্টের পরিসংখ্যান দেখলে একমাসের মধ্যে ১২ লক্ষের উপর কোভিড আক্রান্তের ঘটনা বিশ্বের আর কোনও দেশে ঘটেনি। সংক্রমণের নিরিখে শীর্ষে থাকা আমেরিকা ও ব্রাজিলেও নয়। বৃহস্পতিবার মোট আক্রান্তের সংখ্য়া ২৯ লক্ষ ছাড়িয়েছে। এর মধ্যে ২০ লক্ষের উপর কোভিড আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন। ওয়ার্ল্ডোমিটারের লাইভ ট্র্যাকার জানাচ্ছে, অগস্টে (২০ অগস্ট পর্যন্ত) ১২ লক্ষ ৭ হাজার ৫৩৯। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পাওয়া তথ্যই তুলে ধরেছে ওয়ার্ল্ডোমিটার। এই ১২ লক্ষের উপর আক্রান্তের সঙ্গেই চলতি অগস্ট মাসে রেকর্ড গড়ে ফলেছে ভারত। বিশ্বের আর কোনও দেশ কাছাকাছি নেই। মোট সংক্রমণে শীর্ষে থাকা আমেরিকায় অগস্টে (১৯ তারিখ পর্যন্ত) পজিটিভ কেস বেড়েছে ৯ লক্ষ ৯৪ হাজার ৮৬৩টি। ব্রাজিলের ক্ষেত্রে এই সংখ্যাটা ৭ লক্ষ ৮৪ হাজার ১১৫। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র রিপোর্টে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৬৩ হাজার বেড়েছে। একই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৬,৫০০ জনের। এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড। ।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3hh6t5X
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন