বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

মার্চের আগে প্রবীণ নাগরিকদের ২০,৭৫০ টাকা পেনশন সুযোগ

এই সময়: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তাঁর প্রথম বাজেটে প্রবীণ নাগরিকদের জন্য যেরকম কল্পতরু হয়েছিলেন, দ্বিতীয় বাজেটে সেই সম্ভাবনা ক্ষীণ। তবে, ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট ঘোষণার পক্ষকাল আগে দিল্লির নর্থব্লকের অলিন্দে একটা জল্পনা দানা বাঁধছে - দেশের পরিকাঠামো প্রকল্পে ক্ষেত্রে আগামী পাঁচ বছরে ১০২ লক্ষ কোটি টাকা বিনিয়োগের যে পরিকল্পনার কথা অর্থমন্ত্রী গত ৩১ ডিসেম্বর ঘোষণা করেছিলেন তার জন্য দীর্ঘমেয়াদি মূলধন জোগাড় করতে পোস্টঅফিসের নির্দিষ্ট কিছু স্বল্প সঞ্চয় প্রকল্পে করছাড় বাড়ানো হতে পারে। সত্যিই যদি সেটা করা হয় তবে, নিশ্চিতভাবে মার্চ মাসে স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার কমাবে কেন্দ্রীয় সরকার। রিজার্ভ ব্যাঙ্ক ও বাণিজ্যিক ব্যাঙ্কগুলির আর্জি উপেক্ষা করেই জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার অপরিবর্তিত রেখেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এ দিকে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিও জানিয়ে দিয়েছে, স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার না কমালে তাদের পক্ষে ঋণের উপর সুদের হার কমানো সম্ভব নয়। ফেব্রুয়ারি মাসে বাজেটের পরেই দিল্লি বিধানসভার নির্বাচন। সম্ভবত, সেই কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকার স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার মার্চ মাস পর্যন্ত না কমানোর সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু, ভোট মিটে গেলে সরকারের সেই বাধ্যবাধকতা আর থাকবে না। ফলে, বাজেটে সামান্য ছাড় দিয়ে ওই প্রকল্পগুলিতে সুদ কমাতেই পারেন অর্থমন্ত্রী সীতারামন। তাছাড়া, প্রবীণ নাগরিকদের জন্য প্রধানমন্ত্রী বয়োঃবন্দনা পেনশন প্রকল্পের মেয়াদ আগামী মার্চের পর বাড়ানো হবে কিনা তা নিয়েও কোনও ইঙ্গিত মেলেনি। গত জুলাই মাসে বাজেট ভাষণে এই প্রকল্প নিয়ে কোনও উচ্চবাচ্য করেননি সীতারামন। প্রবীণ নাগরিকদের জন্য ১০-বছর মেয়াদি এই প্রকল্প যথেষ্ট আকর্ষণীয়। আপনি যদি প্রতি মাসে পেনশন না নিয়ে বছরে এককালীন ওই পেনশন নেন তবে, এককালীন ১৪,৪৫,৭৮৩ টাকা বিনিয়োগ করলে বছরে ১,২০,০০০ টাকা (মাসে ১০,০০০ টাকা) পেনশন পেতে পারেন। অর্থাৎ, রিটার্ন ৮.৩ শতাংশ! জুলাই মাসের বাজেটে প্রবীণ নাগরিকদের ব্যাঙ্ক-পোস্ট অফিসের মেয়াদি আমানতে বছরে সর্বাধিক ৫০,০০০ টাকা সুদ আয়ে করছাড় (আয়কর আইনের ৮০টিটিবি ধারায়) দিয়েছিলেন সীতারামন। এই সুবিধার কারণে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম স্বল্প সঞ্চয় প্রকল্পটির আকর্ষণও অনেক বেড়ে গিয়েছে। ৫-বছর মেয়াদি এই প্রকল্পে সর্বাধিক ১৫,০০,০০০ টাকা লগ্নি করা যায় এবং বর্তমানে এই প্রকল্পে বার্ষিক ৮.৬ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে- বছরে মোট প্রাপ্য সুদের পরিমাণ ১,২৯,০০০ টাকা। সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে ১.৫ লক্ষ টাকা লগ্নি অবধি করছাড় পাওয়া যায় আয়কর আইনের ৮০সি ধারায়। এর সঙ্গে, সুদের উপর ৫০,০০০ টাকা অবধি করছাড়ের হিসাব ধরলে, সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে রিটার্ন ৯ শতাংশ পেরিয়ে যাবে। মার্চ মাসের আগে আপনি যদি ২৯,৪৫,৭৮৩ টাকা এই দুই প্রকল্পে ভাগ করে রাখেন তবে, বছরে ২,৪৯,০০০ টাকা (মাসে ২০,৭৫০ টাকার বেশি পেনশন) অবশ্যই নিশ্চিত করতে পারেন।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali | Eisamay https://ift.tt/2suAYBx

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages