এই সময় ডিজিটাল ডেস্ক: সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএএ-র বিরুদ্ধে প্রতিবাদ দেখাতে গিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে রেলের সম্পত্তি নষ্ট করে গ্রেপ্তার হওয়া ২১ জন ‘দুষ্কৃতী’র থেকে ক্ষতিপূরণের ৮৮ কোটি টাকা আদায় করবে ভারতীয় রেল, নয়াদিল্লিতে সাফ জানিয়ে দিলেন রেল কর্তারা৷ সম্পত্তি নষ্ট করার অভিযোগে আরও বহু লোককে রেল চিহ্নিত করেছে সংবাদমাধ্যমের ভিডিয়ো ফুটেজ ও ছবি দেখে৷ তাঁদেরও দ্রুত গ্রেপ্তার করার চেষ্টা হচ্ছে৷ বাংলার অপরাধীদের থেকে রেলের ক্ষতি হওয়া ৮৮ কোটি টাকা উদ্ধারে দায়ের করা হয়েছে মামলা, আদালতের হস্তক্ষেপেই করা হবে ক্ষতিপূরণের টাকা উদ্ধারের যাবতীয় প্রয়াস, বুধবার নয়াদিল্লিতে জানিয়েছেন আরপিএফ-এর (অধুনা ইন্ডিয়ান রেলওয়ে প্রোটেকশন ফোর্স সার্ভিস) ডিআইজি আরোমা সিং ঠাকুর৷ পশ্চিমবঙ্গ, অসম ও বিহারে যাঁরা সিএএ-র প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছেন এবং ভারতীয় রেলের ৮৮ কোটি টাকার সম্পত্তি নষ্ট করেছে, তাঁদের বিরুদ্ধে ইতিমধ্যেই ৮২টি মামলা দায়ের করা হয়েছে, বুধবার জানিয়েছে আরপিএফ৷ এই অভিযুক্তদের থেকে রেলের সম্পত্তি নষ্ট করার ক্ষতিপূরণ বাবদ প্রাপ্য টাকা উদ্ধারে পশ্চিমবঙ্গ, অসম ও বিহার সরকারের সাহায্য চাইবে রেল মন্ত্রক৷ এই মর্মে তিনটি রাজ্যের রেল জোনের কমার্শিয়াল ম্যানেজারদের বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছে রেল মন্ত্রক৷ এ ক্ষেত্রে ভারতীয় রেল সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির সঙ্গে যথাযথ সমন্বয়ের মাধ্যমেই যাবতীয় কাজ করছে বলে নয়াদিল্লিতে দাবি জানিয়েছেন রেলরক্ষী বাহিনীর শীর্ষ কর্তারা৷ বুধবার নয়াদিল্লিতে আরপিএফ কর্তারা দাবি করেছেন বিহার, পশ্চিমবঙ্গ ও অসমে সব থেকে বেশি বিক্ষোভ হয়েছে সিএএ-র প্রতিবাদে৷ এর মধ্যে পশ্চিমবঙ্গে এই বিক্ষোভের আঁচ ছিল তুঙ্গে৷ রেলের সরকারি হিসেবে সিএএ বিক্ষোভের সময়ে সম্পত্তি নষ্টের জেরে পূর্ব রেলে ক্ষতির পরিমাণ ৭২.২০ কোটি টাকা, দক্ষিণ পূর্ব রেলে ক্ষতির পরিমাণ ১২.৭৬ কোটি টাকা৷ নর্দার্ন ফ্রন্টিয়ার রেল বা এনএফআর-এ ক্ষতির পরিমাণ ২.৯৮ কোটি টাকা৷ ডিআইজি আরোমা সিং ঠাকুর বলেন, ‘আমাদের হাতে যে ভিডিয়ো ও ছবি রয়েছে, সেগুলি বিশ্লেষণ করেই আমরা রেলের সম্পত্তি নষ্ট করার ঘটনায় অভিযুক্তদের শনাক্ত করার কাজ করছি৷ সেগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট রাজ্যের জিআরপির কাছে৷ তারা যোগাযোগ করেছে স্থানীয় মহলে৷ এই ভাবেই শনাক্ত করা হয়েছে বহু লোককে৷ তাঁদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার পরেই গ্রেপ্তার করা হয়েছে সব অভিযুক্তকে৷’ যে সব অভিযুক্তরা সম্পত্তি নষ্টের ক্ষতিপূরণের টাকা দিতে পারবেন না, তাঁদের জেলেই থাকতে হবে। নয়াদিল্লিতে সাফ জানিয়েছেন আরপিএফ ডিআইজি৷
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali | Eisamay https://ift.tt/36Y74EJ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন