বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

কলকাতা বন্দরের নাম বদল করার প্রক্রিয়া শুরু

এই সময় ডিজিটাল ডেস্ক: বিক্ষোভ, প্রতিবাদের মধ্যেই প্রধানমন্ত্রীর ঘোষণা মতো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে পোর্ট ট্রাস্টের নামকরণ করার প্রক্রিয়া শুরু করে দিলেন বন্দর কর্তৃপক্ষ। বন্দরের চেয়ারম্যান বিনীত কুমার বুধবার বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষণার পর নিয়ম মাফিক নির্দিষ্ট প্রস্তাব তৈরি করা হচ্ছে। প্রত্যেক মাসে ট্রাস্টি বোর্ডের বৈঠক হয়। সেখানেই ওই প্রস্তাব পেশ করে অনুমোদন করিয়ে জাহাজ মন্ত্রকের কাছে পাঠানো হবে। তার পর যা আইনি পদক্ষেপ করার, তা জাহাজ মন্ত্রকই করবে। এ ক্ষেত্রে আমাদের কিছু করণীয় নেই।’ কংগ্রেস, সিপিএম ও এসইউসিআইয়ের মতো বিরোধী দলগুলি এর প্রতিবাদে সরব হলেও তৃণমূল এখনও এই বিষয়ে নীরব। তাদের বক্তব্য, এই নাম পরিবর্তনের মধ্যে দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অসম্মান করা হয়েছে। পোর্ট ট্রাস্টের নাম পরিবর্তনের প্রতিবাদ জানিয়ে কলকাতা, যাদবপুর, প্রেসিডেন্সি ও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের একদল পড়ুয়া কোনও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়াই এ দিন বিকেলে ডালহৌসিতে কলকাতা পোর্ট ট্রাস্টের সদর দপ্তরের সামনে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, রাজা রামমোহন রায়ের নামে কলকাতা বন্দরের নামকরণ করা হোক। পড়ুয়াদের তরফে দেবার্ঘ্য ও দেবর্ষি চক্রবর্তী বলেন, ‘আমাদের একটাই পরিচয়, আমরা ছাত্র। নির্দিষ্ট কোনও ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসেবে আমরা প্রতিবাদ জানাইনি। আমরা মনে করি শ্যামপ্রসাদ হিন্দুত্বের ধ্বজাধারী। স্বাধীনতা আন্দোলনে তাঁর কোনও অবদান নেই।’ মঙ্গলবার যুব কংগ্রেসের একদল কর্মী-সমর্থক আশুতোষ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে খিদিরপুর ডকে বিক্ষোভ দেখান।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali | Eisamay https://ift.tt/3aeZojq

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages