এই সময় ডিজিটাল ডেস্ক: নির্বাচনী ফলাফল স্পষ্ট। এবার অপেক্ষা নয়া সরকার গঠনের। সেইমতো সংসদের সেন্ট্রাল হলে হাজির হয়ে নরেন্দ্র মোদীকে সপ্তদশ লোকসভার নেতা নির্বাচিত করল BJP-র নেতৃত্বাধীন NDA। এরপর রাষ্ট্রপতির কাছে নতুন সরকারের গঠনের দাবি জানাতে যাবেন প্রধানমন্ত্রী মোদী।NDA-র সংসদীয় দলনেতা নির্বাচিত হওয়ার পর বক্তব্য রাখেন নরেন্দ্র মোদী। নতুন সাংসদদের সতর্ক করে তিনি বলেন, 'আমাকে বা আপনাকে কোনও বিশেষ জাতি বা বর্ণ জেতায়নি। আপনাদেরও মোদী জেতাননি। সবাইকে জিতিয়েছে দেশের জনতা। অহংকার সরিয়ে রেখে কাজ করতে হবে। নতুন ও পুরনো সঙ্গীদের সঙ্গে নিয়ে কাজ করব আমরা।' প্রধানমন্ত্রীর কথায়, 'NDA এক বিশ্বাসযোগ্যতার নাম। জাতীয় উচ্চাশা আর আঞ্চলিক প্রেরণা, এই নিয়েই এগোতে হবে আমাদের। মহাত্মা গান্ধী, দীনদয়াল উপাধ্যায় এবং রামমোহন লোহিয়ার আদর্শকে এগিয়ে নিয়ে যেতে হবে দেশকে। নতুন ভারত নতুন এনার্জি নিয়ে শুরু হবে।' PM Narendra Modi addressing NDA Parliamentary meeting: I'm talking to you after bowing before the constitution, the… https://t.co/JH8zSnw4Hu— ANI (@ANI) 1558790943000 পাশাপাশি স্বাধীন ভারতের ইতিহাসে প্রথমবার এত সংখ্যায় মহিলা সাংসদের উপস্থিতিকেও কুর্নিশ জানান তিনি।সতীর্থ সাংসদদের উদ্দেশে তাঁর পরামর্শ, 'কোনও ভুল হয়ে থাকলে, তা মেনে নিয়ে, শুধরে নিয়ে এগিয়ে চলতে হবে। এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব, দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের।'NDA-র শীর্ষবৈঠকে লালকৃষ্ণ আডবাণী, মুলরীমনোহর যোশীর পাশাপাশি উপস্থিত ছিলেন, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে, JDU-র নীতীশ কুমার, লোক জনশক্তি পার্টির রামবিলাস পাসোয়ান এবং AIADMK-র পলানিস্বামী-র মতো শরিকি প্রধানরা। সংসদয়ী দলের নেতা নির্বাচিত করার পর নরেন্দ্র মোদীকে পুষ্পস্তাবক দিয়ে অভিনন্দন জানান প্রত্যেকে। শরিকি দলগুলির পাশাপাশি BJP-র কার্যকর্তাদের কৃতজ্ঞতা জানান BJP সভাপতি অমিত শাহ।
from Eisamay http://bit.ly/2YRF0P0
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন