বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ২৬ মে, ২০১৯

ত্রিপুরায় দু-দিন ধরে ভারী বর্ষণ, ৭০০-র বেশি মানুষ আশ্রয় শিবিরে

এই সময় ডিজিটাল ডেস্ক: শুক্রবার থেকে ব্যাপক ঝড়জল শুরু হওয়ায়, ত্রিপুরার কয়েক'শো মানুষ বিপদে পড়েছেন। ঝড়ে ঘর হারিয়ে সাত'শোরও বেশি মানুষ আশ্রয় শিবিরে উঠে আসতে বাধ্য হয়েছেন। সরকারি সূত্রে খবর, এখনও পর্যন্ত ৭৩৯ জন ত্রাণ শিবিরে এসে রয়েছেন। বজ্রপাত-সহ দু-দিন ধরে ভারী বর্ষণ চলায়, এর মধ্যে তাঁদের ঘর মেরামতিও সম্ভব নয়। ত্রিপুরা সরকারের এক রিপোর্টে জানানো হয়েছে, প্রবল বর্ষণের জেরে গত দু-দিনে এক হাজারের উপর কাঁচাবাড়ি ভেঙেছে। বিপন্নদের নিরাপদ জায়গায় সরিয়ে আনতে ৪০টি রেসকিউ নৌকো কাজে লাগানো হয়েছে।

from Eisamay http://bit.ly/2HCfDLe

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages