বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ২৬ মে, ২০১৯

প্লেনে ধূমপানে বাধা, এয়ার হোস্টেসকে প্যান্টের চেন খুলে দেখাল বর্বর!

এই সময় ডিজিটাল ডেস্ক: প্লেনে বসে ধূমপান করার চেষ্টা করছিল এক যুবক। আর যথা সময়ে তা নজরে আসে এক মহিলা কেবিন ক্রিউ মেম্বারের। তিনি ওই ব্যক্তিকে বাধা দিতে গেলে, মহিলা কেবিন ক্রিউ মেম্বারের সামনেই প্যান্টের চেন খুল দেয়। ঘটনাটি ঘটেছে সৌদি আরবিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে।এমন ন্যক্কারজনক কাণ্ডটি ঘটিয়েছে কেরালার ২৪ বছরের এক যুবক। যুবকের নাম আব্দুল শাহিদ সামসুদ্দিন। সৌদি আরবিয়ান এয়ারলাইনসের ওই ফ্লাইটে চড়ে জেদ্দাহ থেকে দিল্লি যাচ্ছিল অভিযুক্ত। আর সেই প্লেনেই ধূমপান করছিল বলে অভিযোগ। ওই মহিলা কেবিন ক্রিউ মেম্বার তাকে আটকালে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়ে। ওই ক্রিউ মেম্বারকে বহু কটুকথা শোনান বলেও অভিযোগ করেছেন তিনি। শেষমেশ ওই ক্রিউ মেম্বার ধূমপান করার অনুমতি না দিলে, তাঁর সামনে প্যান্টের চেন খুলে দেয় সামসুদ্দিন।তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত আসলে একজন ইলেক্ট্রিশিয়ান। ওয়ার্ক ভিসার মাধ্যমে সৌদি আরবে কাজ করতে গিয়েছিল সামসুদ্দিন। সিগারেট জ্বালানোর সময়ে মহিলা ক্রিউ মেম্বার বাকি সহকর্মীদের অভিযোগ করার হুমকি দিলে সে এমন ঘৃণ্যতর কাণ্ড ঘটিয়ে বসে। ওই ক্রিউ মেম্বাবর তখনই দ্য সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিওরিটি ফোর্স অর্থাৎ CISF কে অভিযোগ করে। দিল্লি এয়াপোর্টে প্লেন থামতেই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে CISF। তার পরেই তাকে তুলে দেওয়া হয় দিল্লি পুলিশের হাতে।

from Eisamay http://bit.ly/2YVQFML

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages