এই সময় ডিজিটাল ডেস্ক: তিনি যেখানেই যান, চর্চা শুরু হয়ে যায় পরক্ষণেই। তাঁর পুত্র-কন্যাদের বিয়ের খবরে নজর থাকে দেশবাসীর। তাঁর আইপিএল দল জিতলে দেশজুড়ে শোরগোল পড়ে যায়। আর এসব যে হওয়ারই কথা! কারণ, তিনি বিশ্বের প্রথম সারির বড়লোকদের একজন। আর এশিয়া মহাদেশের সবথেকে ধনী ব্যক্তি তিনিই। সেই মুকেশ আম্বানি অর্থাৎ Reliance Industries এর চেয়ারম্যান বদ্রীনাথ মন্দির দর্শন করে এলেন।শুধু দর্শনই করলেন না। সঙ্গে দানও করলেন। বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটি (BKTC) কে ২ কোটি টাকা দান করলেন মুকেশ আম্বানি। আর এই বিরাট অঙ্কের অনুদান কেবলমাত্র মন্দির কর্তৃপক্ষের জাফরান এবং চন্দনকাঠ কিনতে খরচা করা হবে বলে জানা গিয়েছে। এমনকি মুকেশ আম্বানীরও নির্দেশ এমনটাই বলে শোনা যাচ্ছে। গত মার্চেই উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত বদ্রীনাথ কেদারনাথ মন্দির কমিটির সদস্য হিসেবে মুকেশপুত্র অনন্ত আম্বানির নাম মনোনিত করেছিলেন।
from Eisamay http://bit.ly/2HB7NkM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন