এই সময় ডিজিটাল ডেস্ক: একক সংখ্যাগরীষ্ঠতা নিয়ে জয়লাভ করে ফের দিল্লির সিংহাসনে বসতে চলেছেন নরেন্দ্র মোদী। দেশজুড়ে বিজেপির এমনতর জয়ে চক্ষু চড়কগাছ রাজনৈতিক বিশেষজ্ঞদেরও। এই 'ভবিষ্যদ্বাণী'ই গত বছরে করে দিয়েছিলেন মোদীরই ক্যাবিনেটের এক মন্ত্রী। তিনি পীষূষ গোয়াল।ছবিটা গত বছরের। ET Awards 2018-এ এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী পীষূষ গোয়াল। আর সেখানে এসেই তিনি বলেছিলেন, ৩০৩টি সিটে একাই বিজেপি জয়লাভ করবে। সেই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্য ছিল, '২০১৯ এর লোকসভা নির্বাচনে বিজেপি একাই ২৯৭ থেকে ৩০৩ এর মতো সিটে জিতবে!' আর তিনি যা বলেছিলেন, অক্ষরে অক্ষরে ঠিক তাই যেন মিলে গেল। ১৭তম লোকসভা নির্বাচনে ৩০৩ সিটে জিতে নিল বিজেপি। আর যে হিসেবটা ২০১৪ র থেকেও ২১টা বেশি।
from Eisamay http://bit.ly/2YHJffQ
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন