বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ২৬ মে, ২০১৯

ভেনেজুয়েলায় জেল ভাঙার চেষ্টা, পুলিশের গুলিতে মৃত ২৯ বন্দি

এই সময় ডিজিটাল ডেস্ক: ভেনেজুয়েলায় জেল ভাঙার চেষ্টা। বন্দিদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ২৯ জন বন্দির মৃত্যু হয়েছে। জখম হয়েছেন ১৯ পুলিশকর্মীও। গোটা ঘটনার নিন্দায় সরব হয়েছে মানবাধিকার সংগঠনগুলি।রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধির কারণে সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলায় ধরপাকড় কয়েক গুণ বেড়ে গিয়েছে। পর্তুগেজা প্রদেশের আকারিউয়া থানার হাজতে ২৫০ জন বন্দি রাখার স্থান থাকলেও সেখানে প্রায় সাড়ে ৫০০ বন্দিকে রাখা হয়েছিল। এর প্রতিবাদে স্থানীয় সময় শুক্রবার বিদ্রোহী হয়ে ওঠেন তাঁরা। বন্দিরা হাজত ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। যার জেরে দু-তরফের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। সে সময় পুলিশ গুলি চালালে কমপক্ষে ২৯ জন প্রাণ হারান।বন্দিদের মধ্যে বেশ কয়েকজন সশস্ত্র ছিলেন বলে দাবি পুলিশকর্তাদের। এমনকী নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হ্যান্ড গ্রেনেড ছোঁড়া হয় বলেও দাবি করেছেন তারা।যদিও এই ঘটনায় পুলিশের ভূমিকার নিন্দায় সরব হয়েছে মানবাধিকার সংগঠনগুলি। তাদের প্রশ্ন, সেখানে বন্দি ও পুলিশের মধ্যে কী ধরনের সংঘর্ষ হল যে শুধু বন্দিরাই মারা গেলেন? এছাড়া বন্দির কাছে কীভাবে অস্ত্র এল, সে প্রশ্নও তুলেছে তারা।

from Eisamay http://bit.ly/2HCwP2U

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages