বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ২৬ মে, ২০১৯

বারো ক্লাসের পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ 'সোনার মেয়ে' হিমা

এই সময় ডিজিটাল ডেস্ক: বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে দৌড়ে সোনা এনে, আগেই দেশবাসীকে গর্বিত করেছেন হিমা দাস। সাফল্য অর্জনে অসমের এই স্প্রিন্টার সারাদিন দৌড়ের ট্র্যাকে সময় অতিবাহিত করলেও, পাশাপাশি পড়াশোনাটাও ঠিক চালিয়ে গিয়েছেন। এ বছর অসম হায়ার সেকেন্ডারি কাউন্সিল থেকে বারো ক্লাসের পরীক্ষায় বসেছিলেন এই সোনার মেয়ে। কলা বিভাগে পরীক্ষা দিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন। মোট ৫০০ নম্বরের পরীক্ষায় হিমা দাস পেয়েছেন ৩৪৯। ইংরেজিতে ৬৩, অসমিয়ায় ৮৪, অসমিয়া অ্যাডভান্সে ৬০, রাষ্ট্রবিজ্ঞানে ৭৫, এডুকেশনে ৬৭ ও ভূগোলে ৪৬ পেয়েছেন।

from Eisamay http://bit.ly/2HCfyHq

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages