বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ২৬ মে, ২০১৯

ঝড়ে গাছ চাপা পড়ে মৃত ১

এই সময় ডিজিটাল ডেস্ক: শনিবার সন্ধ্যায় ঝড়ের দাপটে গাছের নীচে চাপা পড়ে মৃত্যু হল এক ব্যাক্তির। এদিন সন্ধ্যার ঝড়ে দত্তপুকুর থানার চালতাবেড়িয়া এলাকার যশোহর রোডে গাছ চাপা পড়ে দু'জন। পুলিশ জানিয়েছে, জখম দু'জনকে বারাসত হাসপাতালে নিয়ে গেলে তাদের একজনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির নাম, দেবাশিস শীল (৩২)। অন্য জখম ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এ দিন সন্ধ্যা থেকে শুরু হয় ঝড়-বৃষ্টি। ঝড়ের সময় যশোহর রোড দিয়ে হেঁটে যাচ্ছিলেন দেবাশিস। হঠাৎই ঝড়ে একটি গাছ ভেঙে পড়ে দেবাশিসের উপর। দেবাশিস একেবারে ভেঙে পড়া গাছটির নীচে চাপা পড়ে যান। গাছটি ভেঙে পড়ার সময় অপর এক ব্যক্তিরও আঘাত লাগে। তবে, তাঁর আঘাত তেমন গুরুতর কিছু নয় বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এ দিনের ঝড়ে যশোহর রোডের নানা জায়গায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল থমকে যায়। পুলিশ, দমকল-কর্মীরা আসার আগেই স্থানীয় মানুষই রাস্তা পরিষ্কার করতে নেমে পড়েন। ফলে, ঘণ্টা দেড়েকের মধ্যে ফের যশোহর রোডে যান চলাচল স্বাভাবিক হয়।

from Eisamay http://bit.ly/2YMornl

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages