বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ২৬ মে, ২০১৯

বাঁকুড়ার তৃণমূল দফতরে মমতার ছবি আছড়ে ভেঙে তাণ্ডব, ভাঙচুর নেতার বাড়িতেও

এই সময় ডিজিটাল ডেস্ক: ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়া তালডাংরার পাঁচমুড়া। শাসকদলের এক নেতার বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাঁচমুড়া পুরনো বাসস্ট্যান্ড সংলগ্ন আইএনটিইউসি কার্যালয়েও ভাঙচুর করা হয়েছে। শুক্রবার রাত থেকে কয়েক দফায় সংঘর্ষ হয়েছে। তৃণমূলের অভিযোগ, শুক্রবার রাতে পাঁচমুড়া পুরনো বাসস্ট্যান্ড এলাকায় তাদের পার্টি অফিসে অতর্কিতে হামলা চালানো হয়। ভেঙে লন্ডভন্ড করা হয় পার্টি অফিসের সমস্ত আসবাবপত্র। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিও আছড়ে ভাঙা হয়েছে। পাঁচমুড়া অঞ্চল তৃণমূল সভাপতি উত্তম গরাইয়ের অভিযোগ, একসময়কার সিপিএম হার্মাদরা এখন বিজেপিতে ঢুকে দৌরাত্ম্য করছে। তাঁর বাড়ির সদর দরজাও ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ। যার জেরে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। বিজেপি যথারীতি অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তারা জড়িত নয়। বিজেপির স্থানীয় এক নেতা জানান, ওই এলাকায় তৃণমূলের চার-পাঁচটি গোষ্ঠী রয়েছে। ভোটের ফল খারাপ হওয়ায়, নিজেরাই মারামারিতে জড়িয়ে পড়েছে।

from Eisamay http://bit.ly/2YQpJhb

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages