বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ২৬ মে, ২০১৯

রবিবার জয়েন্ট এনট্রান্স, সকাল ৮.২২ মিনিট থেকে চলবে মেট্রো

এই সময় ডিজিটাল ডেস্ক: আগামী ২৬ মে, রবিবার এ বছরের রাজ্য জয়েন্ট এনট্রান্স পরীক্ষা। রবিবার ছুটির হলেও পরীক্ষার্থীদের সুবিধার্থে বেশি সংখ্যক ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেল। সাধারণত রবিবার সকালে ৯.৫০ মিনিট থেকে শহরে মেট্রো রেল পরিষেবা চালু হয়। কিন্তু, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের সুবিধার্থে এদিন সকাল ৮:২২ মিনিট থেকে চালু হবে মেট্রো রেল পরিষেবা। অন্যন্য রবিবার যেখানে ১১০ টি মেট্রো চলে সেখানে ২৬ মে ১১৮টি মেট্রো চলবে বলে সরকারি ভাবে জানানো হয়েছে।একইভাবে, ওই দিন বিশেষ ব্যবস্থা নিচ্ছে পূর্বরেলও। জেলা থেকে বহু পড়ুয়া এদিন কলকাতায় পরীক্ষা দিতে আসবেন। তাঁদের যাতে কোনও অসুবিধা না হয় সে কথা মাথায় রেখে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনে অন্যান্য কাজের দিনের মতোই সমস্ত লোকাল ট্রেন চালানো হবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।হাওড়া শাখায় অন্যান্য কাজের দিনের মতোই সকাল থেকে বিকেল ৪টে পর্যন্ত সব লোকাল ট্রেন চালানো হবে। অন্যদিকে শিয়ালদহ শাখায় সকাল ৮টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত সব লোকাল ট্রেন চলবে।

from Eisamay http://bit.ly/2HGwjBn

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages