বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ২৬ মে, ২০১৯

লোকসভার ইতিহাসে পঁচিশের এই তরুণীই এ যাবত্‍‌ তরুণতম সাংসদ

এই সময় ডিজিটাল ডেস্ক: ওডিশার সংরক্ষিত কেওনঝর কেন্দ্র থেকে জিতে আসা চন্দ্রাণী মুর্মুই সপ্তদশ লোকসভায় তরুণতম সাংসদ। শুধু সপ্তদশ লোকসভাতেই নয়, ইতিহাস বলছে, এ যাবত্‍‌ তিনিই সবচেয়ে কমবয়সি সাংসদ। বিজু জনতা দলের টিকিটে জিতে আসা বছর পঁচিশের চন্দ্রাণী, পেশায় একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তিনি হারিয়েছেন, দু-বারের বিজেপি সাংসদ অনন্ত নায়েককে। চন্দ্রাণী জিতেছেন ৬৬ হাজার ২০৩ ভোটে। চন্দ্রাণীর আগে তরুণতম সাংসদের নজির ছিল জেজেপির প্রতিষ্ঠাতা দুষ্যন্ত চৌতালার দখলে। ষোড়শ লোকসভায় ২৬ বছর বয়সে সাংসদ হয়েছিলেন দুষ্যন্ত। জিতেছিলেন হিসার থেকে।

from Eisamay http://bit.ly/2HB06eC

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages