বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

রবিবার, ২৬ মে, ২০১৯

খিদিরপুরের ফ্ল্যাটে অগ্নিকাণ্ড, জখম ১

এই সময় ডিজিটাল ডেস্ক: শনিবার রাতে খিদিপুরের কাঞ্চন কলোনিতে একটি ফ্ল্যাটে আগুন লেগে এক ব্যক্তি জখম হয়েছেন। দমকলের তিনটি ইঞ্জিন গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানিয়েছে, ওই ফ্ল্যাটের ছাদে শনিবার রাত সাড়ে আটটা নাগাদ আগুন লাগে। পরপর চার-পাঁচটি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণের শব্দ শোনা যায়। তাতে এলাকায় আতঙ্ক আরও বাড়ে। ছাদের উপরে কিছু নিরাশ্রয় মানুষ থাকতেন। তাঁদের রান্নার আয়োজন থেকে অগ্নিকাণ্ড বলেই প্রাথমিক তদন্তে মনে করছে দমকল। জানা গিয়েছে, পাশের মাঠে শুয়ে থাকা এক ব্যক্তি আহত হন। ছাদ থেকে কংক্রিট ভেঙে তাঁর মাথায় পড়ে। এসএসকেএমে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে যান মেয়র ফিরহাদ হাকিম। কী কারণে আগুন, তা খতিয়ে দেখতে তদন্ত হবে বলে তিনি জানান।

from Eisamay http://bit.ly/2YQpJxH

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages