বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

মঙ্গলবার, ২৮ মে, ২০১৯

রাজ্যসভাতেও আসতে চলেছে গেরুয়ার দাপট! বিপাকে কংগ্রেস

এই সময় ডিজিটাল ডেস্ক: আগামীদিনে লোকসভার প্রতিফলন দেখা যেতে পারে রাজ্য সভাতেও। সেখানেও বিরোধীদের প্রায় কোণঠাসা করার দিকেই এগোচ্ছে বিজেপি সরকার। ২০২০ সালের নভেম্বরের মধ্যে রাজ্য সভাতেও সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে এনডিএ। বর্তমানে রাজ্যসভায় এনডিএ সাংসদ রয়েছেন ১০২ জন। ইউপিএ সাংসদ রয়েছেন ৬৫ জন। অন্যান্য দলের সাংসদ রয়েছেন ৭৩ জন। রাজ্যসভায় কোনও বিল পাস করানোর হলে ১২৩ জনের সমর্থন প্রয়োজন হয়। ২০১৯ সালেই রাজ্যসভার ১০টি এবং ২০২০ সালে ৭২টি আসন খালি হবে। এনডিএ জোটকে ২০১৯ সালে মহারাষ্ট্র, হরিয়ানা এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে হবে। এই তিনটি রাজ্যে জয়লাভ করলেই রাজ্য সভাতেও ম্যাজিক ফিগার চলে আসবে বিজেপি তথা এনডিএ-র দখলে। আর তা হলে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল যেমন তিন তালাক এবং সংশোধিত নাগরিক বিল পাশ করানোতে থাকবে না কোনও বাধা। রাজ্য সভা থেকে ইতোমধ্যে ভোটে হেরে বিদায় নিয়েছেন এইচ ডি দেবগৌড়া। আগামী মাসেই অবসর নিতে চলেছেন কংগ্রেসের মনমোহন সিং। তিনি অসম থেকে মনোনীত সাংসদ। কিন্তু মনমোহন সিং-এর অবসরের পর অসম থেকে কংগ্রেস আর কোনও সাংসদকে রাজ্যসভায় পাঠাতে পারবে না, সে রাজ্যে সংখ্যাগরিষ্ঠতা না থাকার কারণে। খবরটি ইংরেজিতে পড়ুন

from Eisamay http://bit.ly/2JHKKqO

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages