এই সময় ডিজিটাল ডেস্ক: কথা রাখলেন তিনি। গতকাল শপথ নিয়েই সিকিমের সরকারি কর্মচারীদের হাসি আরও চওড়া করলেন সিকিমের নব নির্বাচিত মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং থুড়ি পিএস গোলায়। এতদিন সপ্তাহে ৬ দিনই কাজ করতে হত সে রাজ্যের সরকারি কর্মচারীদের। এবার থেকে তা কমে হয়ে যাচ্ছে মাত্র ৫ দিন। ভোটের আগে ঠিক এই প্রতিশ্রুতিই দিয়েছিলেন প্রেম সিং তামাং। পশ্চিমবঙ্গে জ্যোতি বসুর পর সিকিমের প্রাক্তন মুখ্যমন্ত্রী পবন কুমার চামলিং পর পর ৫ বার মুখ্যমন্ত্রী হয়ে রেকর্ড করেছিলেন। তাঁর সরকার উপড়ে দিয়ে ক্ষমতায় এসেছে প্রেম সিং তামাং এবং তাঁর দল SKM। এমনতর পদক্ষেপ নেওয়ার পর তামাংয়ের বক্তব্য, "আমাদের প্রতিশ্রুতিগুলির একটা আমরা ইতিমধ্যেই রেখেছি। আর সেটা হল রাজ্যের সরকারি কর্মচারীদের ছুটির দিন ৬দিন থেকে কমিয়ে ৫দিন করা হয়েছে।"
from Eisamay http://bit.ly/2I7azO2
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন