বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

মঙ্গলবার, ২৮ মে, ২০১৯

সাতসকালে জাপানে দুষ্কৃতীর ছুরিকাঘাত স্কুল ছাত্রীদের, মৃত ৩

এই সময় ডিজিটাল ডেস্ক: ছুরি হাতে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করল জাপানের কাওয়াসাকি শহরের এক দুষ্কৃতী। পুলিশসূত্রে জানা গিয়েছে, বাসস্টপের বাইরে দুই হাতে ছুরি নিয়ে দাঁড়িয়েছিল ওই ব্যক্তি। আর মাঝেমধ্যেই চিৎকার করে উঠে বলছিল, 'আমি তোমাদের খুন করে দেব।' হুট করেই ছুরি দিয়ে কোপ মারা শুরু করে সেই দুষ্কৃতী। ছুরিকাঘাতে ১৬ জন গুরুতর জখম হয় এবং তিন জনের মৃত্যু হয়।সেই বাসস্ট্যান্ডে বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিল বহু স্কুল পড়ুয়া। আর তাদের বেশিরভাগই ছাত্রী। পুলিশসূত্রে জানানো হয়েছে, দুষ্কৃতীর ছুরিকাঘাতে আহত এবং মৃতরা বেশিরভাগই ছাত্রী। কাওয়াসাকি শহরের নোবোরিতো পার্কের কাছে একটি বাসস্টপে ৪০ থেকে ৫০ সেকেন্ডের মাথায় একের পর এক ছাত্রীর উপর ছুরি চালাতে শুরু করে ওই দুষ্কৃতী।পুলিশসূত্রে খবর, যে তিনজন মারা গিয়েছে তাদের মধ্যে ওই দুষ্কৃতীও রয়েছে। কারণ, এত মানুষের উপর ছুরি চালানোর পর নিজের উপরেও ছুরি চালায় অপরাধী। যে ১৬ জন আহত হয়েছে তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি ১৩ জন বিপদসীমার বাইরে রয়েছে।

from Eisamay http://bit.ly/2K7jIsp

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages