বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

মঙ্গলবার, ২৮ মে, ২০১৯

ফণীর মোকাবিলায় আবহাওয়া দফতর পাঠিয়েছিল ৬৫ লাখ বার্তা!

এই সময় ডিজিটাল ডেস্ক: বাংলার কান ঘেঁষে দুর্বল ফণী বেরিয়ে গেলেও, তোলপাড় হয়ে হিয়েছিল ওডিশার বিস্তৃত অঞ্চল। কিন্তু জানেন কি ভারতের আবহাওয়া দফতর থেকে ফণীর জন্যে মানুষকে সতর্ক করতে ঠিক কত বার্তা পাঠানো হয়েছে? পূর্ব এবং দক্ষিণ ভারতের বাসিন্দাদের ফণী সংক্রান্ত প্রায় ৬৫ লাখ বার্তা পাঠিয়েছে IMD। কেন্দ্রীয় সরকারকে পাঠানো একটি রিপোর্টে ভারতীয় আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, অন্ধ্র প্রদেশ, ওডিশা, পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু এবং পুদুচেরির কৃষকদের ৫৯ লাখ সতর্কীকরণ বার্তা পাঠানো হয়েছে। ৫৯,৩৭,৩৬৫টি বার্তার মধ্যে অর্ধেক পাঠানো হয়েছিল ওডিশার কৃষকদের। তারমধ্যে কিছু স্থানীয় ভাষাতেও ছিল বলে জানানো হয়েছে। ২৬ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত পাঠানো এই সব বার্তায় বার বার বলা হয়েছে ফণীর আগে ও পরে কী কী সাবধানতা নেওয়া প্রয়োজন। প্রসঙ্গত, দেশের ৪০ লাখ কৃষক IMD-র গ্রামীন কৃষি মৌসম সেবা প্রজেক্টে নাম লিখিয়েছেন। বিভিন্ন সময়ে আবহাওয়া সংক্রান্ত বার্তা তাঁদের পাঠানো হয় যাতে আগাম সতর্কতা নিতে পারেন তাঁরা। এছাড়াও চার লাখের বেশি এসএমএস পাঠানো হয়েছে সাধারণ মানুষকে। কলকাতা, ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনমের সাইক্লোন ওয়ার্নিং সেন্টার থেকেও ৩৫ হাজারের বেশি বার্তা পাঠানো হয়েছে। এর পাশাপাশি ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফর্মেশন সার্ভিস থেকে জেলেদেরও ঘূর্ণিঝড়ের পূর্বাভাস ও সতর্কবার্তা পাঠানো হয়েছিল। খবরটি ইংরেজিতে পড়ুন

from Eisamay http://bit.ly/2JIMtfH

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages