বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

মঙ্গলবার, ২৮ মে, ২০১৯

মঙ্গলবার ভোরে ঝাড়খণ্ডে আইইডি বিস্ফোরণ, আহত ১১ জওয়ান

এই সময় ডিজিটাল ডেস্ক: ভোট মিটতেই ফের উত্তপ্ত ঝাড়খণ্ড। মঙ্গলবার ভোর ৪.৫৩ নাগাদ আইইডি বিস্ফোরণে ঘটে ঝাড়খণ্ডের সরাইকেলাতে কুচাই এলাকায়। ২০৯ CoBRA এবং ঝাড়খণ্ড পুলিশের একটি দলকে লক্ষ্য করেই এই বিস্ফোরণ ঘটানো হয়। ভোরবেলা CoBRA এবং ঝাড়খণ্ড পুলিশের দল বিশেষ অভিযানে বেরিয়েছিল যখন এই আইইডি বিস্ফোরণ হয়। গুরুতর আহত হয়েছেন ৮ জন CoBRA কমান্ডো এবং ঝাড়খণ্ড পুলিশের ৩ কর্মী। সংবাদসংস্থা ANI সূত্রে খবর, আহত জওয়ানদের সকাল ৬.৫২ নাগাদ হেলিকপ্টার করে নিয়ে যাওয়া হয়েছে রাঁচির হাসপাতালে। CoBRA (কমান্ডো ব্যাটেলিয়ন ফর রেজুলিউট অ্যাকশন) কমান্ডোরা সেনট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের একটি অংশ। তাঁরা বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত জঙ্গল কমব্যাট এবং গেরিলা যুদ্ধে। সাধারণত মাওবাদী দমনেই তাঁদের ব্যবহার করা হয় প্রশাসনের তরফে।

from Eisamay http://bit.ly/2K7k16x

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages