বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

মঙ্গলবার, ২৮ মে, ২০১৯

শুভেচ্ছা জানিয়েও নমোর শপথ গ্রহণে ডাক পেলেন না ইমরান

এই সময় ডিজিটাল ডেস্ক: শুভেচ্ছাবার্তা দিয়ে সম্পর্কের তিক্ততা মেটানোর চেষ্টা করেছিলেন ইমরান খান। দুই দেশের উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করার ইচ্ছেপ্রকাশও করেছেন ইমরান খান। তবে নরেন্দ্র মোদীও ইমরানকে পাল্টা চাপ দেন শান্তির জন্য সন্ত্রাসমুক্ত পৃথিবী গড়ার দিকে পদক্ষেপ করার জন্যে। এহেন পরিস্থিতি, প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে ডাক পেলেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। প্রসঙ্গত, ২০১৪ সালে, প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠানে রাষ্ট্রপতি ভবনে আমন্ত্রণ পেয়েছিলেন পাকিস্তানের তত্‍কালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এক্ষেত্রে ভারতের অবস্থান স্পষ্ট। সন্ত্রাস ও উন্নয়ন সংক্রান্ত কথা পাশাপাশি চলতে পারে না। রাষ্ট্রপতি ভবনের তরফে জানানো হয়েছে, ৩০ মে সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রিসভাকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বিমস্টেক (BIMSTEC) গোষ্ঠীর রাষ্ট্রপ্রধানদের। বঙ্গোপসাগর সংলগ্ন সাত দেশের গোষ্ঠীকে বলা হয় বিমস্টেক। এই গোষ্ঠীতে রয়েছে নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, তাইল্যান্ড, মায়ানমার এবং ভুটান। তবে সোমবারই বাংলাদেশের তরফে জানানো হয়েছিল বিদেশমন্ত্রী বলেন, দ্য ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার জাপানের উদ্দেশে রওনা হচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩০ ও ৩১ মে সম্মেলনে অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী যাবেন সৌদি আরবে। এরপর ফিনল্যান্ড হয়ে ৭ মে দেশে ফেরার কথা রয়েছে। ফলে এবারও নরেন্দ্র মোদীর শপথে যোগ দেওয়া হচ্ছে না প্রধানমন্ত্রী হাসিনার।

from Eisamay http://bit.ly/2JGM5yd

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages