বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বুধবার, ২৯ মে, ২০১৯

কাজে গতি বাড়াতে চান মমতা, রাজ্য মন্ত্রিসভায় জরুরি রদবদল

এই সময় ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভায় রদবদল ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁকুড়া কেন্দ্রে লোকসভা ভোটে পরাজিত সুব্রত মুখোপাধ্যায়কে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী করা হয়েছে। এদিকে, তৃণমূলের সংগঠনের পাশাপাশি রাজ্য সরকারেও দায়িত্ব বাড়ল শুভেন্দু অধিকারীর। এতদিন পরিবহন দফতর ছিল তাঁর হাতে। এর সঙ্গে যুক্ত হতে চলেছে সেচ দফতরের ভার। Cabinet reshuffle in West Bengal Government including Suvendu Adhikary now Irrigation and Transport minister, Somen… https://t.co/EZG6n6fCz4— ANI (@ANI) 1559052590000 সৌমেন মহাপাত্রকে জলসম্পদ দফতর থেকে সরিয়ে জনস্বার্থ কারিগরি ও পরিবেশ দফতরের দায়িত্বে বসানো হয়েছে। এদিকে রাজীব বন্দ্যোপাধ্যায় হচ্ছেন তফশিলি জাতি এবং উপজাতি কল্যাণ দফতরের নতুন মন্ত্রী। আর মন্ত্রিত্ব না গেলেও মন্ত্রকহারা হচ্ছেন শান্তিরাম মাহাত। তাঁকে দফতরবিহীন মন্ত্রী করে মন্ত্রিসভায় ঠাঁই দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই রাজ্য মন্ত্রিসভায় রদবদল সংক্রান্ত ফাইল নবান্ন থেকে রাজভবনে পাঠানো হয়েছিল। রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী তাতে সবুজ সংকেত দিয়েছেন।

from Eisamay http://bit.ly/2YZZQf3

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages