বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

সোমবার, ১ এপ্রিল, ২০১৯

সাবধান! সোম-সন্ধ্যায় ফের আসছে ঝড়-বৃষ্টি

এই সময় ডিজিটাল ডেস্ক: উত্তরদিকে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং পূর্ব উত্তরপ্রদেশ থেকে ছত্তিশগড় পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে সোমবার রাজ্যে ঝড়-বৃষ্টি হতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। রবিবার বিকেলের দিকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়। তবে ওইদিন ঝড়-বৃষ্ট হয় উত্তরবঙ্গের জেলাগুলিতে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে সন্ধ্যার পর সামান্য ঝড়-বৃষ্টি হয়। আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সোমবার দক্ষিণবঙ্গে কালবৈশাখী হওয়ার আশঙ্কা রয়েছে। নির্দিষ্ট সতর্কবার্তা অবশ্য ঝড়ের কয়েক ঘন্টা আগে জারি করা হবে বলে হাওয়া অফিস থেকে জানা গিয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণাবর্তটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর দিকে অবস্থান করায় মালদহ থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে এদিন বজ্রগর্ভ মেঘের সঞ্চার হওয়ার সম্ভাবনা রয়েছে।

from Eisamay https://ift.tt/2FOpbBC

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages