বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

সোমবার, ১ এপ্রিল, ২০১৯

ফের উত্তপ্ত পুলওয়ামা, এনকাউন্টারে নিহত ৪ সন্ত্রাসবাদী

এই সময় ডিজিটাল ডেস্ক: সেনা-সন্ত্রাসবাদীর গুলির লড়াইয়ে উত্তপ্ত উপত্যকা। জম্মু-কাশ্মীরের পুলওয়ামার লসসিপোরায় ভারতীয় সেনা ও সন্ত্রাসবাদীদের গুলির লড়াইয়ে নিহত হয় ৪ সন্ত্রাসবাদী। এরা সকলে লস্কর-ই-তৈবার সদস্য ছিল বলে জানা গিয়েছে। এখনও গুলির লড়াই চলছে বলে খবর পাওয়া গিয়েছে। গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। দুটি একে রাইফেল, একটি এসএলআর ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। #UPDATE: Jammu & Kashmir: 4 terrorists of Lashkar-e-Taiba (LeT) killed in an encounter with security forces in Lass… https://t.co/yd8SUZ7wBf— ANI (@ANI) 1554083336000 গত সপ্তাহে নওগাম এলাকায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিহত হয় ২ জৈশ। এনকাউন্টারে জখম হন ৫ সেনা জওয়ান। শুক্রবার সকালে ওই এলাকায় তল্লাশি অভিযান চলে। সেই সময়ই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসবাদীরা। বৃহস্পতিবারও জম্মু-কাশ্মীরে দুটি এনকাউন্টারের ঘটনা ঘটে। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় গুলির লড়াইয়ে নিহত হয় সন্ত্রাসবাদী। অন্যদিকে, উত্তর কাশ্মীরের কুপওয়ারায় এনকাউন্টারে নিহত হয়েছে আরও এক জঙ্গি। নিহত জঙ্গিরা হিজবুল মুজাহিদিন ও লস্কর-এ-তইবার বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

from Eisamay https://ift.tt/2OBCgBk

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages