এই সময় ডিজিটাল ডেস্ক: ফের ইতিহাস গড়ল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। মোট ২৯টি স্যাটেলাইট নিয়ে মহাকাশে রওনা দিল রকেট পিএসএলভি-সি৪৫। এর মধ্যে রয়েছে এমিস্যাট কৃত্রিম উপগ্রহটিও। এই প্রথম ইসরোর রকেট উত্ক্ষেপণ সামনে বসে চাক্ষুস করলেন হাজার খানেক দর্শক। আরও পড়ুন: রকেট ছাড়বে ইসরো, এবার দেখতে পাবেন আপনিওঅন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সোমবার সকাল ৯.২৫ মিনিটে পাড়ি দিল পিএসএলভি-সি৪৫। তিনটি দেশের ২৮টি স্যাটেলাইট এবং ডিআরডিও-র এমিস্যাট নিয়ে রওনা দিল এই রকেট। ইসরোর ইতিহাসে এই প্রথম একটি রকেট এতগুলি কৃত্রিম উপগ্রহকে তিনটি ভিন্ন কক্ষপথে স্থাপন করবে। Sriharikota: ISRO's #PSLVC45 lifts off from Satish Dhawan Space Centre, carrying EMISAT & 28 customer satellites on… https://t.co/PILYXHaytg— ANI (@ANI) 1554091140000 ইলেকট্রনিক ইনটেলিজেন্স স্যাটেলাইট এমিস্যাট শত্রুদেশের রাডারে নজর রাখবে। এই প্রথম কোনও নজরদারি স্যাটেলাইট মহাকাশে পাঠাল ইসরো। মিশন শক্তি সফল ভাবে করার পর এবার ডিআরডিও-র এমিস্যাটের ওপরেও ভরসা রাখা হচ্ছে। সোমবার সকাল ৬.২৫ মিনিট থেকে শুরু হয় কাউন্টডাউন। ভিজিটর্স গ্যালারি থেকে এই প্রথম রকেট উত্ক্ষেপণ চাক্ষুস করলেন সাধারণ মানুষ।খবরটি ইংরেজিতে পড়ুন।
from Eisamay https://ift.tt/2OCexRh
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন