এই সময় ডিজিটাল ডেস্ক: ভোট যত আসছে, ততই সুর চড়ছে বিজেপি নেতাদের। বঙ্গ বিজেপির নেতারা যেন তাতে এগিয়ে আছেন কয়েক কদম। বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু যেমন এদিন বলেছেন, 'পুলিশকে থানাতেই আটকে রাখব। কেউ যদি বুথ দখল করতে আসে, কেন্দ্রীয় বাহিনীকে বলব সোজা বুকে গুলি চালান।একজন প্রার্থী এমন কথা বলতে পারেন কি না, তা নিয়ে যখন প্রশ্ন উঠছে। ঠিক তখনই নির্বাচনী প্রচারে বিজেপির রাজ্যসভাপতি বলছেন, 'বাঁশ রেডি করে রাখুন। একটা নয়, দুটো বাঁশ নিয়ে রাখুন হাতে।'নির্বিঘ্নে ভোট করাতে তৎপর নির্বাচন কমিশন অনেক আগেই এরাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দিয়েছে। কিন্তু বিজেপি নেতারা যেভাবে বাজার-গরম করা কথা বলতে শুরু করেছেন, তাতে পরিস্থিতি ঘোরাল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা অনেকের। সায়ন্তন যেমন আগের মতো এবারও আঁশ বটি হাতে তুলে নেওয়ার হুমকি দিয়েছেন। সূত্রের খবর, বিজেপি নেতাদের এই প্ররোচণামূলক কথার প্রেক্ষিতে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে চলেছে তৃণমূল।
from Eisamay https://ift.tt/2CGn8hf
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন