বরিশালের টাইমস, জাতীয়, রাজনীতি, অর্থনীতি, সারা বাংলা, আন্তর্জাতিক, খেলাধুলা, চাকরি, বিনোদন, সাতসতেরো, ক্যাম্পাস, অন্যান্য

Breaking

বুধবার, ২৭ মার্চ, ২০১৯

নিলামের প্রথম দিনে নীরব-ছবি বিকোল ₹৫৫ কোটিতে

এই সময় ডিজিটাল ডেস্ক: ব্যাংক জালিয়াতিতে অভিযুক্ত মুম্বইয়ের 'পলাতক' হিরে ব্যবসায়ী নীরব মোদীর সংগ্রহে থাকা চিত্রকলা নিলামের প্রথম দিনে বিক্রি হল ৫৪.৮৪ কোটি টাকায়। নামী শিল্পীদের আঁকা মোট ৬৮টি চিত্রকলা নীরবের সংগ্রহে ছিল। সেগুলি আগেই বাজেয়াপ্ত করে কেন্দ্র। পরে, বিশেষ আদালতের নির্দেশ পেয়ে মঙ্গলবার থেকে ছবিগুলির নিলাম শুরু হয়েছে। সূত্রের খবর, নিলামের প্রথম দিনেই ৬৮টি ছবির মধ্যে ৫৫টি বিক্রি হয়ে গিয়েছে। ছবি বিক্রি থেকে সংগৃহীত ৫৪.৮৪ কোটি টাকা তুলে দেওয়া হবে আয়কর দফতরের হাতে। আরও দু-দিন ধরে চলবে এই নিলাম। ছবির নিলাম ঠেকাতে নীরব মোদীর সংস্থা আদালতের নোটিশ পাঠিয়েছিল রাজস্ব দফতরকে। বিশেষ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে তারা বোম্বে হাইকোর্টেও একটি মামলা করেছে। মামলার যাতে দ্রুত শুনানি হয়, সেই আর্জিও পেশ করা হয়েছে। তার আগেই আয়কর দফতর বিশেষ আদালতের নির্দেশের প্রক্ষিতে নিলাম শুরু করে দেয়। এর মধ্যে ক্যানভাসের উপর আঁকা দুটি তৈলচিত্র বিক্রি হয়েছে যথাক্রমে ২২ কোটি ও ১৪ কোটি টাকায়।

from Eisamay https://ift.tt/2UYyGU7

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Pages