এই সময় ডিজিটাল ডেস্ক: দুই বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণী ও মুরলী মনোহর যোশীকে টিকিট না দেওয়া বিতর্কে এবার BJP-কে একহাত নিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন, 'উনি (আডবাণী) দলের স্থপতিকার। যেভাবে সরানো হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।' এরপরই তাঁর তোপ, 'প্রবীণদের সম্মান জানাতে জানে না BJP।'নিজের দলের বর্ষীয়ান নেতাদের তুলনা টেনে তৃণমূল সুপ্রিমো বলেন, 'আমার দলেও সিনিয়র নেতারা রয়েছেন। তবে তাঁদের ভুলে গেলে চলবে না। ওল্ড ইজ গোল্ড। আডবাণীজির জন্য খারাপ লাগছে। মতাদর্শ আলাদা হতে পারে, তবে একসঙ্গে কাজ করেছি।'মঙ্গলবার সন্ধ্যায় নবান্ন থেকে বের হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। সেখানে দেশে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ করেন কেন্দ্রীয় শাসকদলের বিরুদ্ধে। বলেন, 'BJP গোটা দেশে এমন বিদ্বেষ ছড়িয়েছে, যে কেউ কিছু বললেই পাকিস্তানি তকমা দেওয়া হচ্ছে।'আরও পড়ুন: বিজেপি প্রার্থী 'দাগি আসামি'কে জেলে পুড়ুন, কমিশনে নালিশ তৃণমূলের!প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণার সময় BJP জানিয়ে দেয়, লালকৃষ্ণ আডবাণী নন, গুজরাটের গান্ধীনগর কেন্দ্রে দলের প্রার্থী সভাপতি অমিত শাহ। গোটা ঘটনা নিয়ে বর্ষীয়ান আডবাণী কোনও প্রতিক্রিয়া না দিলেও, মার্গদর্শক মণ্ডলীর সদস্য যে রুষ্ট, তা তাঁর ঘনিষ্ঠ মহল মারফত জানা প্রকাশ্যে এসেছে। আরও পড়ুন: গান্ধীনগরে অমিত শাহ! প্রার্থী ঘোষণার পর ‘আডবানী-বাণে’ বিদ্ধ BJP!এদিকে, মঙ্গলবারই দলের তরফে যে তাঁকে 'লড়তে নিষেধ করা হয়েছে,' তা জানান কানপুরের বিদায়ী সাংসদ মুরলী মনোহর যোশী। লোকসভা কেন্দ্রের ভোটারদের উদ্দেশে বার্তায় বর্ষীয়ান নেতা বলেন, 'BJP-র সাধারণ সম্পাদক রামলাল আজ আমাকে বলেছেন, আমি যেন কানপুর বা অন্য কোনও কেন্দ্র থেকে সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করি।' মোদী-শাহ জুটির 'ইচ্ছানুসারে' লোকসভা ভোটে দুই প্রবীণ নেতার প্রতিদ্বন্দ্বিতা না করা নিয়ে বিরোধী দলগুলি তো বটেই, শরিক দল শিবসেনাও তোপ দেগেছে BJP-র বিরুদ্ধে।
from Eisamay https://ift.tt/2CQqWwD
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন